img

গোলান মালভূমিতে হামলা, হিজবুল্লাহকে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

প্রকাশিত :  ০৭:৪৭, ২৮ জুলাই ২০২৪

গোলান মালভূমিতে হামলা, হিজবুল্লাহকে যে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

দখলদার ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে হামলায় ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটে। 

ওই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২৯ জন। মাজদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হয়।

ইসরাইলের দাবি, লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন ওই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন, ইসরাইল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এজন্য কঠিন মূল্য দিতে হবে।

এদিকে ইসরাইলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। আর এই হামলা হিজবুল্লাহই চালিয়েছে। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ থাকব না ও হিজবুল্লাহকে এর কঠোর জবাব দিব।

ইসরাইল এই দায় দেওয়ার সঙ্গে সঙ্গে তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছে, মাজদাল শামসে করা হামলায় শত্রুপক্ষের কিছু সংবাদমাধ্যম আমাদেরকে অভিযুক্ত করছে। আমরা পরিষ্কারভাবে এই অভিযোগ প্রত্যাখান করছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো ধরনের সম্পর্ক নেই।  সূত্র: টাইমস অব ইসরাইল

img

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

প্রকাশিত :  ০৭:৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৪

ইসরাইলি বাহিনী সিরিয়ার আবার বিমান হামলা চালিয়েছে । এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। 

গতকাল রোববার রাতে হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, রোববার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে মাসইয়াফে এলাকায় ১৩টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।  

এই এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। এ ছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়া।

পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরাইল দাবি করে আসছে, ইরানের বিপ্লবী গার্ড অস্ত্র, অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে আসছে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে।