আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করায় সরকারকে অভিনন্দন জানিয়ে বৃটেনের ওয়েলসে সভা অনুষ্ঠিত
সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে আপিল বিভাগের রায়কে স্বাগত ও আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করায় সরকারকে অভিনন্দন জানিয়ে ২৩ শে জুলাই কাডিফ শহরে ইউকে ওয়েলস আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরুজ আহমদ এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুলসহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আসাদ মিয়া, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন সম্পাদক হারুন তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক এম এ রউফ, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, সাবেক ছাত্রনেতা এম আকতারুজ্জামান কুরেশি নিপু, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া,সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফিরুজ আহমদ বলেন, ‘কোটা নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, সংবিধানকে সমুন্নত রেখে এটাকে আমরা স্বাগত জানাই। বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা সবাই বলেছিলাম কোটা আন্দোলনকারী নেতৃত্বদানকারীদের ধৈর্য ধরতে, সেটার ফলাফল এসেছে এবং আমরা আশা করি, এ ফলাফলের ভিত্তিতে আগামী দিনে সমস্ত কিছু সুরাহা হয়ে যাবে।’
এছাড়াও আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসের মাধ্যমে বিএনপি-জামায়াত তাদের উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করেছে এ কথা জানিয়ে দেশের সম্পদ রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.মালিক আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসের মাধ্যমে বিএনপি-জামায়াত তাদের উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করেছে এ কথা জানিয়ে দেশের সম্পদ রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে কোটা সংস্কার করে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি পূরণ করা হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে ওয়েলস আওয়ামী লীগের আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ মকিস মনসুর মানণীয় প্রধানমন্ত্রী ম্যাদার অব ইউম্যানিটি শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে সকল চক্রান্ত মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার দীপ্ত শপথ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।