জগন্নাথপুরে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের হাওরাঞ্চলে বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার এ ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদার মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ দিন আগে ওই স্কুল শিক্ষার্থী তার খালার বাড়ি নলুয়া হাওরবেষ্ঠিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এক আত্মীয়ের বিয়েতে আসে। গত সোমবার দুপুরে সে স্থানীয় কামারখালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি। পরে গতকাল সোমবার সকালে একই স্থান থেকে ওই স্কুল ছাত্রীর ভাসমান মরদেহ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে ওই স্কুল ছাত্রী পানিতে ডুবে যায়। ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।