img

জগন্নাথপুরে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত :  ০৭:০৭, ০৩ আগষ্ট ২০২৪

 জগন্নাথপুরে বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের হাওরাঞ্চলে বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার এ ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদার মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ দিন আগে ওই স্কুল শিক্ষার্থী তার খালার বাড়ি নলুয়া হাওরবেষ্ঠিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এক আত্মীয়ের বিয়েতে আসে। গত সোমবার দুপুরে সে স্থানীয় কামারখালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি। পরে গতকাল সোমবার সকালে একই স্থান থেকে ওই স্কুল ছাত্রীর ভাসমান মরদেহ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে ওই স্কুল ছাত্রী পানিতে ডুবে যায়। ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


img

জুড়ীতে দুই রোহিঙ্গাসহ পাঁচজন আটক

প্রকাশিত :  ১১:১৫, ০৯ সেপ্টেম্বর ২০২৪

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী বাজার (যুক্তফ্রন্ট বাজার) থেকে দুই রোহিঙ্গা সহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কয়েকজন যুবক তাদের দেখতে পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। পরে স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

জানা যায়, ইমরান নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি ৮ হাজার টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করে। তবে তারা ঐ দালালকে কোন টাকা পরিশোধ করেনি। 

রোহিঙ্গা ২ জন কুমিল্লা বর্ডার দিয়ে গত শুক্রবার ( ০৬ সেপ্টেম্বর) ভারতে প্রবেশ করে। বাংলাদেশী ৩ জন খাগড়াছড়ি জেলার মাঠিরাঙ্গা হয়ে গত বুধবার (০৪ সেপ্টেম্বর) ভারতে প্রবেশ করে। তারা আগরতলায় ভারতীয় পুলিশের কাছে আটক হয়। পরে পুলিশ তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে তুলে দেয়। বিএসএফ রাতে জুড়ীর লাঠিটিলা সীমান্তের নদী দিয়ে তাদেরে বাংলাদেশে পুশব্যাক করে।

জানা গেছে, আটককৃতরা জুড়ীর লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে কাজের জন্য তারা ভারতে যায়। পরে বিএসএফ তাদের লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। 

আটককৃত দুই রোহিঙ্গা হলো- কুতুপালংয়ের ১৮ নাম্বার ক্যাম্পের আলী আকবরের ছেলে মোস্তাফিজুর রহমান ও আমান উল্লার মেয়ে আসমা বিবি। 

বাংলাদেশি ৩ জন হল- খুলনা জেলার তেরখাদা উপজেলার আজুপাড়া গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে আবু হানিফ সরকার, মেয়ে নীলিমা খাতুন ও আবু হানিফ সরকারের স্ত্রী একই গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তার।


সিলেটের খবর এর আরও খবর