img

‘স্মার্ট কার্ড’ দেয়া হবে প্রবাসীদেরকে: যুক্তরাষ্ট্র আ.লীগের মতবিনিময় সভায় ড.একে আব্দুল মোমেন

প্রকাশিত :  ১৭:৫০, ০৩ আগষ্ট ২০২৪

 ‘স্মার্ট কার্ড’ দেয়া হবে প্রবাসীদেরকে: যুক্তরাষ্ট্র আ.লীগের মতবিনিময় সভায় ড.একে আব্দুল মোমেন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে আযোজিত মতবিনিময়  সভা ও নৈশ ভোজ  অনুষ্ঠানে প্রধান অতিথি ড. একে আব্দুল মোমেন বলেছেন,‘স্মার্ট কার্ড’ দেয়া হবে প্রবাসীদেরকে ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও  আওয়ামী পরিবার এবং প্রবাসীদের সাথে  গত ১৪ জুলাই ২০২৪,রোববার রাত ৯টায় এক মতবিনিময় সমাবেশে বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, খেটে খাওয়া প্রবাসী এবং তাদের স্ত্রী-সন্তান-স্বজনের সুযোগ-সুবিধা নিশ্চিত কল্পে স্মার্ট কার্ড ইস্যু করা হবে।

এ ব্যাপারে অর্থ মন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে। এই কার্ডধারীরা বাংলাদেশের যে কোন এয়ারপোর্টে বিশেষ চ্যানেলে যাতায়াত করতে পারবেন। প্রবাসীর সন্তানেরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। যে কোন অফিসে প্রয়োজনীয় কাজেও অগ্রাধিকার পাবেন। ড. মোমেন উল্লেখ করেন, যারা অনেক বেশি পরিমাণের রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে সিআইপি কার্ড দেয়া হয়েছে। কিন্তু খেটে খাওয়া সাধারণ প্রবাসীরা দেশে ফেরার সময় এয়ারপোর্টে অবহেলিত হচ্ছেন, নিজ এলাকার অফিস-আদালতে অনেক সময়েই পাত্তা পাচ্ছেন না। এসব রেমিটেন্স যোদ্ধার সন্তানেরাও লেখাপড়ায় তেমন সুবিধা পাচ্ছেন না। সামগ্রিক অবস্থার আলোকে এই স্মার্ট কার্ড প্রবর্তনের প্রস্তাব দিয়েছিলাম, তা অর্থ মন্ত্রণালয় গ্রহণ করেছে। আর এভাবেই শেখ হাসিনা যে সত্যিকার অর্থেই প্রবাস-বান্ধব সরকার তা দৃশ্যমান হচ্ছে। ড. মোমেন উল্লেখ করেন, ৩০ ডিসেম্বরকে ‘প্রবাসী দিবস’ ঘোষণা করা হয়েছে। এরফলে দিবসটিতে বিদেশের সকল মিশনে প্রবাসীরা নিজেদের সমস্যা, অসুবিধার কথা অবাধে উপস্থাপন করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ রচনার পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও বিদেশের অভিজ্ঞতা স্বাধীনভাবে পেশ করতে পারবেন।

ড. মোমেন টানা ৫ বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায়, মুক্তচিত্তে কল্যাণমূলক কিছু করার উৎসাহ জুগিয়েছেন, সেজন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করেছি সেজন্য আমি খুবই গর্বিত। আই অ্যাম এ্যা হ্যাপিম্যান। আমাকে আবারো পররাষ্ট্র মন্ত্রী করা হয়নি বলে আমার কোন আক্ষেপ নেই। কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে ড. মোমেন বলেন, গত ৪৩ বছর নানা প্রতিক’লতা ডিঙ্গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের মহাসড়কে উঠিয়েছেন, ২০৪১ সালের মধ্যেই উন্নত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে বাংলাদেশ। তাই কোটা বিরোধী আন্দোলনের নামে মহলবিশেষের যে অপতৎপরতার গন্ধ পাওয়া যাচ্ছে তারও অবসান ঘটবে জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বেই। এ নিয়ে সংশয়-সন্দেহের কোন অবকাশ থাকা উচিত নয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অসাংগঠনিক কর্মকান্ডের অভিযোগ এবং অসৎ উপায়ে পদ-পদবি বিক্রির প্রসঙ্গ উত্থাপনের পরিপ্রেক্ষিতে সিলেট-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের অন্যতম ড. মোমেন বলেন, তৃণমূলের নেতা-কর্মীগণের খুবই গুরুত্ব দিয়ে আসছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সমীপে বিরাজিত পরিস্থিতি যথাযথভাবে উপস্থাপন করা হলে নিশ্চয়ই তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সামনের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদানের সময়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  অন্যতম উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন  করের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুনের সঞ্চালনায়  নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট গ্রীল রেস্টুরেন্টের মিলনায়তনে এ মতবিনিময় সভায়  ও নৈশ  অনুষ্ঠানে নানা ইস্যুতে কথা বলেন বিশেষ অতিথি  প্রধান অতিথি ড.একে আবদুল মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা  ওহিদুর রহমান  মুক্তা ।মতবিনিময় সভা ও নৈল ভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি এনাম,দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী,, আইন বিষয়ক  সম্পাদক এডভোকেট  শাহ মোঃবখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক  সম্পাদক এমএ করিম  জাহাঙ্গীর,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম,বিশেষ সম্পাদক  জাহাঙ্গীর হোসেন, সাসহ্য বিষয়ক সম্পাদক ডাঃএমএ বাতেন,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,শামসুল আবদিন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী,বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার,বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল,  মহিলা আওয়ামী  লীগের  যুগ্ম   সাধারন সম্পাদক রুমানা আকতার, জলি কর, শেখ রাসেল সংসদের সভাপতি গোলাম খান লিপটন,কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী,যুব লীগ নেতা শেখ জামাল, ইফজাল চৌধুরী, ছাত্রলীগের নেতা শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, জেড চৌধুরী জয়, জাহাঙ্গগীর এইচ মিয়া ।উল্লেখ্য, পারিবারিক সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে এসেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। সাড়ে তিন দশকের অধিক সময় যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনের কানেকশনকে বাংলাদেশের স্বার্থে ব্যবহারের জন্যে ড. মোমেনকে শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন। দীর্ঘ ৫ বছর অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালনের মধ্যদিয়ে বিশ্বসভায় বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার সুফল হিসেবে শেখ হাসিনা ড. মোমেনকে মার্কিন নাগরিকত্ব ত্যাগের পর সিলেট-১ থেকে দলীয় মনোনয়ন দেন। সংসদ সদস্য নির্বাচিত হবার পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সেটিও অত্যন্ত সুনামের সাথে ৫ বছর পালন করেছেন।

মতবিনিময় সভা ও নৈশ ভোজ অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, “৭৫-এর ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং  সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।

কমিউনিটি এর আরও খবর

img

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে (এফওবি) এর নতুন কার্যনির্বাহী কমিটি এবং ভবিষ্যৎ প্রকল্প উন্মোচন

প্রকাশিত :  ১০:৪৯, ০৯ সেপ্টেম্বর ২০২৪

লন্ডনভিত্তিক চ্যারিট্যাবল অর্গানাইজেশন ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে (এফওবি), যা ১৯৮১ সাল থেকে বাংলাদেশ এবং এর বাইরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে কাজ করে আসছে। সম্প্রতি অর্গানাইজেশনটি তাদের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচয় এবং ভবিষ্যতের প্রকল্পগুলির উন্মোচন করেছে।

২রা সেপ্টেম্বর, ২০২৪ তারিখে লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি প্রদান করে এবং তাদের বিভিন্ন পরিকল্পিত প্রকল্প উন্মোচন করে। এই অনুষ্ঠানটি কমিউনিটি নেতৃবৃন্দ, অর্গানাইজেশনের সদস্য, সাংবাদিক, এবং মিডিয়ার উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক সলিসিটর মোঃ ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আরিফ হোসেন কাজী।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি:
গত ২৫ আগস্ট, ২০২৪ তারিখে এফওবি একটি নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করে, যারা আগামী দুই বছর সংগঠনকে নেতৃত্ব দেবে। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি: ডাঃ মোঃ জিয়াউল হক, সহ-সভাপতি: ডাঃ আমির আলী, জনাব সৈয়দ আরিফ হোসেন কাজী, জনাব সৈয়দ হামিদুল হক, মিস খাদিজা নাসিম মিলি, সাধারণ সম্পাদক: ডাঃ মোহাম্মদ আজিজ, যুগ্ম সচিব: সলিসিটর মোঃ ইমতিয়াজ হোসেন, কোষাধ্যক্ষ/অর্থ সচিব:জনাব মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব: জনাব মোহাম্মদ আলাউদ্দিন সোহেল, সাংস্কৃতিক সম্পাদক: ডাঃ এন আখতার পলিন, সামাজিক সম্পাদক: মিসেস নাসরীন আজিজ, মিডিয়া সেক্রেটারি:মিসেস এস বেগম আক্তার

সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আজিজ তার বক্তব্যে বলেন কমিটিতে বিভিন্ন পেশাদার ব্যাকগ্রাউন্ডের বিশিষ্ট সদস্যদের একটি শক্তিশালী কাউন্সিলও অন্তর্ভুক্ত রয়েছে, যারা এফওবি -এর মিশনকে এগিয়ে নিতে তাদের দক্ষতার অবদান রাখবে।

উক্ত কাউন্সিল সদস্যরা হলেনঃ

ডাঃ এ.টি.এম. মান্নান, কাউন্সিলর পারভেজ আহমেদ, ডাঃ এস এইচ জায়গিরদার, অ্যাডভোকেট আলী আকবর কাদের, ডাঃ হামিদুল হক
মতিউর রহমান, ডাঃ মুরাদ মতিন, ডাঃ আবু সাঈদ খান, মোঃ ওবায়দুল্লাহ, ডাঃ ফারুকুল ইসলাম, ডাঃ শম্পা দেওয়ান, জনাবা নাজমা খোন্দকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্ববর্তী কমিটির প্রাক্তন সভাপতি, জনাব মাহবুব ইজদালী খান, সাবেক সভাপতি ও বাংলাদেশের প্রধান প্রকল্প সমন্বয়কারী, ডাঃ এম আব্দুল আউয়াল এবং সাবেক সভাপতি, ডাঃ আব্দুল মজিদ । পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নতূন কমিটিকে সর্বাত্তক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

প্রধান ঘোষণা:

সংবাদ সম্মেলনে, এফওবি এর নবনির্বাচিত কমিটির সভাপতি, ডাঃ মোঃ জিয়াউল হক, বেশ কয়েকটি মূল উদ্যোগের রূপরেখা তুলে ধরেন, যা নতুন কমিটি অগ্রাধিকারের ভিত্তিতে সম্পাদন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এর মধ্যে উল্লেখযো হলোঃ-

১. বিশেষায়িত ব্রেস্ট ক্যান্সার হাসপাতাল: এফওবি বাংলাদেশে একটি বিশেষায়িত স্তন ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে। এই হাসপাতালটি স্তন ক্যান্সারের রোগীদের জন্য ব্যাপক যত্ন এবং সহায়তা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

২. মোবাইল ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন ইউনিট: এফওবি আশাবাদ ব্যক্ত করেন যে তাদের একটি মোবাইল ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন ইউনিট মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যা সারা বাংলাদেশে ভ্রমণ করে স্ক্রীনিং পরিষেবা সরবরাহ করবে।

৩. বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ: এফওবির আরো আশাবাদ ব্যক্ত করেন যে সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

৪. দরিদ্র জনসংখ্যার জন্য সহায়তা: এতিম, প্রতিবন্ধী ব্যক্তি এবং দরিদ্র শিশুদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

৫. শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি: সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষাগত অ্যাক্সেস এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ বাড়ানোর লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু হবে।

৬. আর্থিক সহায়তা এবং ক্ষুদ্রঋণ: উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও ক্ষুদ্রঋণ প্রদান করা হবে।

সাবেক সভাপতি ও বাংলাদেশের প্রধান প্রকল্প সমন্বয়কারী, ডাঃ এম আব্দুল আউয়াল তার বক্তব্যে বার্ষিক তহবিল সংগ্রহের জন্যে নৈশভোজের ঘোষণা দেন যা ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে Ilford, UK-এর ক্রিস্টাল ব্যাঙ্কুইটিং হলে অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে নৈশভোজে কমিউনিটির সকলের উপস্থিতি কামনা করেন!

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনাব মাহবুব ইজদালী খান, জনাব সৈয়দ আরিফ হোসেন কাজী, Cllr. পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ জনাব মোঃ নুরুল ইসলাম, তারা বলেন এফওবি দীর্ঘ ৪৩ বছর মানুষের আশা ও সমর্থনের আলোকবর্তিকা হয়ে আছে। এটি মানুষের জন্য টেকসই উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘটে নবনির্বাচিত সভাপতি ডাঃ মোঃ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আজিজের বক্তব্যের মাধ্যমে, যারা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে এবং এর বাইরে স্থায়ী প্রভাব ফেলতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা অনুস্ঠানের শেষের দিকে একটি প্রশ্নোত্তর অধিবেশনের মাধ্যমে সংস্থার কৌশলগত দিক সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি প্রদান করেন।

কমিউনিটি এর আরও খবর