img

সত্যিই কি আমরা স্বাধীন, প্রশ্ন নুসরাতের

প্রকাশিত :  ১৯:৪৪, ১৫ আগষ্ট ২০২৪

সত্যিই কি আমরা স্বাধীন, প্রশ্ন নুসরাতের

ভারতের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে এবার ইনস্টাগ্রাম পোস্ট দিলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।

বুধবার ( ১৪ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে নুসরাত দীর্ঘ একটি পোস্ট দেন। ওই পোস্টে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার চান নুসরাত। পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন।

ইনস্টাগ্রাম পোস্টে নুসরাত লেখেন, আর জি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনা কিছু প্রশ্ন তুলে দিয়েছে। নারীরা কি আদৌ নিরাপদ? বেশি রাত পর্যন্ত কাজ করার অর্থই কি এই ধরনের হিংসাকে আহ্বান জানানো? সত্যিই কি আমরা স্বাধীন?

নুসরাত আরও লেখেন, ৭৮ তম স্বাধীনতা দিবস আমাদের সামনে। আর এর মধ্যেই পরিষ্কার হয়ে গেল কলকাতা আর ‘সিটি অফ জয়’ রইল না।

এরপরই ক্ষোভ প্রকাশ করে নুসরাত লেখেন, একজন কর্মরত চিকিৎসক রাতে কাজ করছিলেন। তাকে নৃশংস ভাবে ধর্ষণ ও হত্যা করা হলো। আমাদের সমাজে যে নিরাপত্তার অভাব রয়েছে তা, বুঝিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা।

প্রয়াত চিকিৎসকের পরিবার প্রসঙ্গে নুসরাত লেখেন, আমরা কল্পনাও করতে পারব না, ওর পরিবার এই ঘটনা জানতে পেরে কতটা যন্ত্রণা পেয়েছে। আমি এই ঘটনার বিচার চাই। যারা প্রশাসনে বা ক্ষমতায় রয়েছেন, তাদের প্রত্যেককে আমি এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেয়ার অনুরোধ করব। এই নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। সকলের জন্য সুরক্ষিত পরিবার গড়ে তোলার সময় এসেছে।

 প্রসঙ্গত, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন প্রসঙ্গে  প্রাক্তন সাংসদ নুসরাত এতদিন চুপ ছিলেন। তাই নীরবতা ভেঙে এ ন্যাক্কারজনক ঘটনায় সরব হওয়ায় পর সমালোচনার শিকারও হতে হয় অভিনেত্রীকে।  

img

‘সিনেমা নির্মাণ একটি মহাযজ্ঞ, বললেন কুসুম সিকদার

প্রকাশিত :  ১৯:০৫, ০৩ অক্টোবর ২০২৪

এবার পরিচালক পরিচয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার । ‘শরতের জবা’ শিরোনামের সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তাকে নির্মাতা হিসেবে পাচ্ছেন দর্শক। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। 

লাক্সতারকা থেকে যাত্রা শুরু কুসুম সিকদারের। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন খ্যাতি ও দর্শকপ্রিয়তা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন কুসুম। 

২০২১ সালের বইমেলায়তার ‘অজাগতিক মায়া’ শিরোনামের একটি এই বের হয়। নিজের লেখা বই থেকে ‘শরতের জবা’ সিনেমাটি বড়পর্দায় তুলে এনেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। একজন রহস্যময় নারীর জীবনের গল্প ‘শরতের জবা’।

অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। 

জবা কিআসলেই খুনি? নাকি পরিস্থিতির শিকার? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সাথে? এমনই রোমাঞ্চকর কাহিনি নির্ভর গল্পে নির্মিত হয়েছে শরতের জবা। 

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-কুসুম সিকদার, জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চুসহ আরো অনেকে। 

১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ থাকলেও খুব শিগগির সিনেমাটি আই স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

কুসুম শিকদার ছোটবেলা থেকে সংগীতচর্চা করতেন। তিনি নজরুল একাডেমি থেকে নজরুল সংগীত এবং ধ্রুপদী সংগীতের ওপর পড়াশোনা করেন। 

বেশ কিছু অ্যালবামের কাজ করেন। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীণে শব্দ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড়পর্দায় আগমন ঘটে। 

এর পর থেকে বেশ কিছু সিনেমায় কাজ করেন এবং টিভি নাটকেও তিনি বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। তবে পরিচালনার ক্ষেত্রে তিনি এই প্রথম। 

পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, অভিনয়ের কাজ অভিনয় দিয়েই শেষ হয়ে যায়। কিন্তু পরিচালনার কাজ একদম প্রি-প্রোডাকশন থেকে শুরু পোষ্ট প্রোডাকশান শেষ হওয়ার পরেও কাজ শেষ হয় না। কোথায় রিলিজ দেওয়া হবে, মার্কেটিং পলেসি কী হবে।

 সিনেমা নির্মাণ একটি মহাযজ্ঞ। যাই হোক প্রথম কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি। এতেই আমি খুশি। বাদবাকি দর্শকের হাতে।