
মানুষের হউক জয় -মুহাম্মদ আশরাফ হোসেন

মানুষের হউক জয়
-মুহাম্মদ আশরাফ হোসেন
কন্ঠ ভেসে কান্না আসে
আসে না ত গান
দ্রোহ গুলো বের হতে চায়
হয়ে অগ্নিবাণ!
শৃংখলার বেড়াজালে
বোবা এ হৃদয়
বুকফাটা আর্তনাদ
কি জানি কি হয় !
ইচ্ছে করে কাঁপিয়ে দেই
ভূমি ধরাতল
নিয়মভাঙ্গা অনিয়ম
করি যে অচল।
বজ্রশক্তির করাঘাতে
চূর্ণ করি ভয়
অধিকারহীন নিপীড়িত
মানুষের হউক জয় ।।