জনবহুল রাস্তায় হেনস্তার শিকার পায়েল
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এক বাইক আরোহীর সঙ্গে অভিনেত্রীর গাড়ির সামান্য ধাক্কা লাগে। এতে ক্ষুদ্ধ হয়ে গাড়ি কাঁচ ভেঙে দেন ওই যুবক।
আতঙ্কিত অভিনেত্রী দ্রুত ফেসবুক লাইভে আসেন। লাইভে দেখা যায়, বাইকে সামান্য চোট লাগায় যুবক ক্ষেপে গিয়ে পায়েলের গাড়ির সামনে আসেন। অভিনেত্রীকে গাড়ি থেকে নামতে বলেন। গাড়ি থেকে নামতে অভিনেত্রী অস্বীকৃতি জানালে রেগে গিয়ে গাড়ির কাচ ঘুষি দিয়ে ভেঙে দেন বাইকার।
এ ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে থাকা পায়েল বলেন, ভাবতে পারছি না, জনবহুল রাস্তায় ভরসন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে! মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?
অকারণে এমন হেনস্তায় অভিনেত্রী টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশের কাছে অভিযোগ করার সময় গাড়ির ভেঙে যাওয়া কাঁচে অল্পবিস্তর আহতও ছিলেন অভিনেত্রী। এদিকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেন টালিগঞ্জ পুলিশ।