img

জনবহুল রাস্তায় হেনস্তার শিকার পায়েল

প্রকাশিত :  ১০:৫৮, ২৫ আগষ্ট ২০২৪

জনবহুল রাস্তায় হেনস্তার শিকার পায়েল

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এক বাইক আরোহীর সঙ্গে অভিনেত্রীর গাড়ির সামান্য ধাক্কা লাগে। এতে ক্ষুদ্ধ হয়ে গাড়ি কাঁচ ভেঙে দেন ওই যুবক।

আতঙ্কিত অভিনেত্রী দ্রুত ফেসবুক লাইভে আসেন। লাইভে দেখা যায়, বাইকে সামান্য চোট লাগায় যুবক ক্ষেপে গিয়ে পায়েলের গাড়ির সামনে আসেন। অভিনেত্রীকে গাড়ি থেকে নামতে বলেন। গাড়ি থেকে নামতে অভিনেত্রী অস্বীকৃতি জানালে রেগে গিয়ে গাড়ির কাচ ঘুষি দিয়ে ভেঙে দেন বাইকার।

 এ ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে থাকা পায়েল বলেন,  ভাবতে পারছি না, জনবহুল রাস্তায় ভরসন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে! মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?

 অকারণে এমন হেনস্তায় অভিনেত্রী টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশের কাছে অভিযোগ করার সময় গাড়ির ভেঙে যাওয়া কাঁচে অল্পবিস্তর আহতও ছিলেন অভিনেত্রী। এদিকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেন টালিগঞ্জ পুলিশ।

img

বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয় নয়নতারাকেও

প্রকাশিত :  ১০:৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৪

গোটা ভারত আর জি কর-কাণ্ডে উত্তাল। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়।

যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের। এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে নিয়মিত তোলপাড় হচ্ছে মিডিয়া।

এরইমাঝে নয়নতারার একটি পুরনো অভিযোগ নতুন করে আলোচিত হচ্ছে।

অভিনেত্রীকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়, যা তিনি অকপটে স্বীকার করেন গণমাধ্যমে।

নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।

মালায়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী সিনেমার প্রথমসারির অভিনেত্রী তিনি। তাকে সম্প্রতি দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ চলচ্চিত্রে। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ ওপরের দিকেই নিয়ে গেছেন এই অভিনেত্রী।

নয়নতারা পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন ২০২২ সালে। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যমজ সন্তান নিয়ে বেশ সুখী জীবনযাপন করছেন এই অভিনেত্রী।