img

বন্যার্তদের ঘর করে দিবেন অনন্ত-বর্ষা

প্রকাশিত :  ১০:২৩, ২৬ আগষ্ট ২০২৪

বন্যার্তদের ঘর করে দিবেন অনন্ত-বর্ষা

দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলোর অর্ধকোটি মানুষ ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে । বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। এমনকি যারা এমুহুর্তে কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন তারাও বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

তাদের মধ্যে রয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। ব্যাবসায়িক কাজে দেশের বাইরে থাকলেও বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ দম্পতি। 

পাশাপাশি রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনা নিয়ে নিন্দাও জানিয়েছেন অনন্ত। 

সোমবার সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন, “যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোন বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।”

শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে অনন্ত লেখেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ  দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।’

অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। এসময় তিনি লেখেন, ‘একা করলে সেটি ছোটকিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশিকিছু।’ 

আরও লেখেন, ‘ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।’

img

বাবার জন্মদিনে বিশেষ বার্তা সুহানার

প্রকাশিত :  ০৫:২৭, ০৩ নভেম্বর ২০২৪

নিজেকে পিতৃগর্বে গর্বিত বলে মনে করেন বলিউড বাদশাহ শাহরুখকন্যা অভিনেত্রী সুহানা খান । তিনি বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে শাহরুখের মতো, তাতে নিজেকে গর্বিতবোধ করেন। বাবার জন্মদিনে সুহানা তা প্রকাশ করলেন। 

আসমুদ্র হিমাচল হিল্লোল ওঠে একটি নামে—বলিবাদশাহ শাহরুখ খান। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার বাড়ির সামনে। রুপালি পর্দায় নায়কের টোল ফেলা হাসি ৫৯ বছরে এসেও কেড়ে নেয় রাতের ঘুম। তিনি হচ্ছেন শাহরুখ খান। দুহাত বাড়িয়ে ভালোবাসার জয়গান করেন এ অভিনেতা।

তবে বয়সের সঙ্গে সঙ্গে নায়কের চেহারায় বদল এসেছে। ‘জওয়ান’ ছবিতে তাকে দেখা গেছে বাবার ভূমিকায়। ছেলেকে রক্ষা করতে (যদিও ছেলের চরিত্রেও অভিনেতা নিজেই অভিনয় করেছেন) প্রাণ লড়িয়ে দিতে পারেন তিনি। কাঁচা-পাকা চুল, খোঁচা খোঁচা দাড়িতে গত বছর নতুন করে হিল্লোল তুলেছেন কিং খান। 

আগামী বছর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কিং’। এ ছবিতে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। তার আগে জন্মদিনে শাহরুখকন্যা সুহানা খান শেয়ার করে নিলেন বাবার সঙ্গে পুরোনো ছবি। সেই সঙ্গে বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই ভক্ত-অনুরাগীরা খুশি।

শনিবার (২ নভেম্বর) ছিল শাহরুখ খানের জন্মদিন। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানা শেয়ার করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সেই কোলাজে ধরা পড়েছেন ‘বাবা’ শাহরুখ খান। চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা গেছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে। এসব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশিরভাগ ছবিতেই বাবার কোলঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা। ছবি শেয়ার করে সুহানা লিখেছেন—শুভ জন্মদিন, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এ পৃথিবীতে। 

এ ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এর পর একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তার পর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নিচে লেখা— কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য?  

সুহানা কিছু ‘ইমোজি’ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে তার বাবার মতো, তাতে তিনি গর্বিত। আসলে সুহানার চেহারা নিয়ে যথেষ্ট মিম ছড়ায় সামাজিক যোগযোগমাধ্যমে। নিন্দুকেরা শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়েও মজা করেন। কিন্তু বাবার জন্মদিনে সুহানা বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গর্বিত।