বাহুবলে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ: পাঁচ শতাধিক আহত
সংগ্রাম দত্ত: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১০ ঘণ্টাব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এতে ধাওয়া-পাল্টাধাওয়ায় সাংবাদিকসহ কমপক্ষে ৫ শতাধিক এলাকাবাসী আহত হয়েছেন। এ সময় বশির প্লাজার সামনে থাকা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় সংঘর্ষকারীরা।
সোমবার (২৬ আগস্ট) রাত ও মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের ট্রেইলার আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের আকল আলীর ছেলে আল আমিনের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধান করার জন্য বানিয়াগাঁও গ্রামের আ. শহিদ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া চেষ্টা করলে তার উপর হামলা চালায় আলফু মিয়ার লোকজন। বিষয়টি উভয়পক্ষের গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে মিরপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জহিরুল হক জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়- যার যা কিছু আছে তা নিয়ে বের হন।