নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষার দাবি ইউক্রেনের
ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি দেশীয়ভাবে উৎপাদিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ মঙ্গলবার ইউক্রেনের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইতিবাচক পরীক্ষা করা হয়েছে। আমি এর জন্য আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাই। আমি এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আর কোনো তথ্য শেয়ার করতে পারছি না।
পশ্চিমা সামরিক সাহায্যের উপর কম নির্ভরশীল হওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেন তার নিজস্ব অস্ত্র বিকাশ এবং নিজস্ব ভূখণ্ডে সামরিক উৎপাদনকে উৎসাহিত করার চেষ্টা করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শেষ করার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ করতে হবে। তবে সেই আলোচনায় ইউক্রেন অবশ্যই শক্তিশালী অবস্থানে থাকবে। এ জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব।’
জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনারা তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এটি ওই বিজয় পরিকল্পনারই অংশ। এই পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলোও ক্রমান্বয়ে যুক্ত করা হবে।’
পরিকল্পনার মূল বিষয় সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের পরিকল্পনার মূল বিষয় হচ্ছে, রাশিয়াকে যুদ্ধের সমাপ্তি টানতে বাধ্য করা। যুদ্ধটি যেন ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হয়, আমরা সেটিই চাই।’
জেলেনস্কি বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক যেতে পারেন। সেই সময়েই বাইডেনের সঙ্গে বিজয় পরিকল্পনা নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করছেন তিনি।
সূত্র: আরাব নিউজ