img

টেলিগ্রামের পাভেল গ্রেফতারের আগে সঙ্গে কে ছিলেন এই তরুণী

প্রকাশিত :  ১৩:৪৯, ২৯ আগষ্ট ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:২৬, ২৯ আগষ্ট ২০২৪

টেলিগ্রামের পাভেল গ্রেফতারের আগে সঙ্গে কে ছিলেন এই তরুণী

বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ ২৪ আগস্ট গ্রেফতার হয়েছেন। সেদিন সন্ধ্যায় নিজের প্রাইভেট উড়োজাহাজে করে দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পরই তাকে গ্রেফতার করা হয়। তবে সেদিন তার সঙ্গে উড়োজাহাজে ছিলেন আরও একজন। এক স্বর্ণকেশী তরুণী। বলা হয়, ওই তরুণী হলেন পাভেলের পরামর্শক (ক্রিপ্টো কোচ)। তবে পাভেল গ্রেফতার হওয়ার পর থেকে এই তরুণীর খোঁজ পাচ্ছে না তার পরিবার।

ফ্রান্সের গোপনীয় তথ্যবিষয়ক গবেষক ব্যাপ্টিস্ট রবার্ট এবং আরও অনেকের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের তথ্য মিলিয়ে দেখেছেন, ২৪ বছর বয়সি জুলি ভাবিলুভা নামের ওই তরুণী গত সপ্তাহে পাভেলের সঙ্গে আজারবাইজানে ভ্রমণ করেন। ওই সময় তিনি একাধিক মোহনীয় ছবি শেয়ার করেন। এরপর অনলাইনে নানা জল্পনাকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এই তরুণী। তিনি একজন ভিডিও গেম স্ট্রিমারও।

অনলাইন পর্যবেক্ষকেরা মনে করেন, গ্রেফতারের আগে এসব পোস্টের মধ্য দিয়েই সম্ভবত নির্বাসিত রাশিয়ান এই ধনাঢ্য ব্যক্তির গতিবিধি সম্পর্কে বিশদ তথ্য পাওয়া গেছে।

রবার্ট দ্য পোস্টকে বলেন, এটা বলা কঠিন, এই তরুণীর পোস্ট পাভেলের গ্রেফতারে সরাসরি ভূমিকা রেখেছে কি না; কিন্তু আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনুসরণ করলে খুব সহজেই পাভেলের গতিবিধি ধরতে পারবেন।

জুলির পরিবারের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, পাভেল গ্রেফতার হওয়ার পর থেকে তারা মেয়ের খোঁজ পাচ্ছেন না।

পাভেলের গ্রেফতার এক্সের মালিক ইলন মাস্কসহ প্রযুক্তির জগতে যারা বাক্‌স্বাধীনতা চান, তাদের ক্ষুব্ধ করেছে। তাদের দাবি, পাভেল টেলিগ্রামের এনক্রিপশন প্রযুক্তিতে সরকারকে হস্তক্ষেপের করার সুযোগ না দেওয়ায় রোষানলে পড়েছেন।

প্রসঙ্গত, টেলিগ্রাম অ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ যোগাযোগের সুবিধা দেয়। এতে তৃতীয় পক্ষ ঢুকতে পারে না।

তবে পাভেলের সঙ্গে জুলির কী সম্পর্ক তা এখনো স্পষ্ট নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা এই তরুণীর সব অ্যাকাউন্ট তার মধ্যপ্রাচ্য ভ্রমণের ছবি ও ভিডিওতে ভরা। জুলির যে সময় ভ্রমণ করেন, দেখা যায় টেলিগ্রামের সিইও পাভেলও ঠিক ওই সময়গুলোতে সেসব জায়গায় ভ্রমণ করেছেন।

রবার্ট এক্সে পোস্ট করা দুজনের এ ধরনের বেশ কিছু ছবি ও ভিডিও একত্র করেছেন। এর মধ্যে গ্রীষ্মের আগে উজবেকিস্তানে দুজনের একসঙ্গে থাকা কিছু ভিডিও রয়েছে, যেগুলো ধারণ করেছিল রাশিয়ান একজন ব্লগার।

অন্য একটি পোস্টে দেখা যায়, ২১ আগস্ট আজারবাইজানে গাড়িতে যাত্রীর আসনে জুলি বসা আর পাভেল গাড়ি চালাচ্ছেন। সেগুলোর সঙ্গে আরও দুটি ছবি পোস্ট করা ছিল। সেগুলোতে দেখা যায় একই জায়গায় দুজনের ছবি এবং পরে দেখা যায়, দুজনেই দেশটির রাজধানীর একই হোটেলের ছবি পোস্ট করছেন।

জুলি ও পাভেলের কীভাবে দেখা হয়েছে এটি এখনো অজানা। তবে দুজনই দুবাইয়ে থাকেন। সেখান থেকে এখন টেলিগ্রাম পরিচালনা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে পাভেল ও  তার ভাই নিকোলাই টেলিগ্রাম অ্যাপটি চালু করেন। এখন এই অ্যাপের গ্রাহকসংখ্যা ৯৫ কোটির বেশি বলে গত মাসে পাভেলের দেওয়া এক পোস্টে দাবি করা হয়।

তবে ক্রেমলিনকে টেলিগ্রামের এনক্রিপটেড তথ্য দিতে রাজি না হওয়ায় ২০১৪ সালে তাকে রাশিয়া ছাড়তে হয়েছিল।

টেলিগ্রামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পাভেল লুকিয়ে ছিলেন না, পালিয়েও ছিলেন না। তার রাশিয়া ও ফ্রান্সের নাগরিকত্ব রয়েছে। তাই তিনি প্রায়ই ইউরোপ সফর করতেন।

টেলিগ্রাম ব্যবহার করে শিশু পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাভেলের বিরুদ্ধে সার্চ পরোয়ানা জারি করে। তার এই গ্রেফতার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কৌতূহল ও প্রশ্ন উঠেছে।

ফ্রান্সের কর্মকর্তারা অভিযোগ করেছেন, টেলিগ্রামকে ব্যবহার করে বিশ্বব্যাপী মাদক পাচার, শিশু পর্নোগ্রাফি ও যে প্রতারণার ঘটনা ঘটে, সেগুলোর একজন সহযোগী পাভেল। আর এসব হয় টেলিগ্রামে কনটেন্ট সম্পাদনা খুব একটা হয় না বলেই। এই অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও হয় লাগামছাড়া।

ফ্রান্সের অফমিন পুলিশ সংস্থার সেক্রেটারি জেনারেল জিন-মিশেল বার্নিগড এক বিবৃতিতে বলেন, এই ঘটনার মূল বিষয় হলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। সেই সঙ্গে তাদের আত্মনিয়ন্ত্রণ নেই।

বিবিসির তথ্যমতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের সঙ্গে তার সম্পর্ক এখনো অস্পষ্ট। ২০১৮ সাল থেকে রাশিয়ায় টেলিগ্রামের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। দুই বছর পর আবার অবশ্য অনুমতি দেওয়া হয়। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দেশটির সেনা সদস্যদের কাছে এটি অন্যতম প্রধান সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম।

কিছু কিছু অনলাইন কোনো প্রমাণ ছাড়াই ধারণা করছে, পাভেলের আজারবাইজান সফরের উদ্দেশ্য ছিল পুতিনের সঙ্গে দেখা করা। তবে এমন দাবি ক্রেমলিন অস্বীকার করেছে।


img

ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির নতুন ছবি

প্রকাশিত :  ১০:৪৩, ০৯ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি হাবল টেলিস্কোপে ধরা ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির নতুন ছবি তুলে।  গ্যালাক্সির পোশাকি নাম মেসিয়ার ৩৩। এই গ্যালাক্সিটা হলো আমাদের স্থানীয় গ্যালাক্সি গ্রুপের তৃতীয় বৃহত্তম গ্যালাক্সি। এই গ্যালাক্সি দেখতে সুন্দর এবং রহস্যময়, কারণ এখানে নতুন তারার জন্ম খুব দ্রুত হয়।

ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির (মিল্কিওয়ে) থেকে ছোট, মাত্র ৬০,০০০ আলোকবর্ষ বিস্তৃত। এটি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং মিল্কিওয়ের পর সবচেয়ে বড় গ্যালাক্সি। প্রায় ৩০ লক্ষ আলোকবর্ষ দূরে থাকা এই গ্যালাক্সিকে বলা হয় তারার ‘কারখানা’, কারণ এখানে প্রচুর নতুন তারা তৈরি হয়।

এই গ্যালাক্সিতে নতুন তারার জন্ম হয় প্রচুর গ্যাস ও ধূলার সংঘর্ষ থেকে।

হাবল টেলিস্কোপের ছবিতে দেখা যায় বড় বড় লাল মেঘ, যা H-II অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলগুলোতে গ্যাসের মেঘের সংঘর্ষ থেকে বিশাল বড় বড় তারার সৃষ্টি হয়। এই প্রক্রিয়া এত দ্রুত হয় যে এই গ্যালাক্সি প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির তুলনায় ১০ গুণ বেশি তারা তৈরি করে।

হাবল টেলিস্কোপের এই নতুন ছবি বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এতে নতুন তারার সৃষ্টি সম্পর্কে আরও তথ্য জানা যাচ্ছে।

এর মাধ্যমে মহাবিশ্বের বড় বড় গ্যালাক্সির ভবিষ্যৎ সংঘর্ষ এবং তাদের পরিবর্তন সম্পর্কেও বিজ্ঞানীরা অনেক কিছু শিখতে পারবেন।

ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির এই নতুন ছবি মহাবিশ্বের বিস্ময়কর তারার জন্ম প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই গ্যালাক্সিতে তারার দ্রুত সৃষ্টি বিজ্ঞানীদের মহাজাগতিক গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

সূত্র: লাইভ সায়েন্স