img

বড়লেখার দুই যুবলীগ নেতা সিলেট বিমানবন্দরে আটক।।

প্রকাশিত :  ১৯:৪৫, ২৯ আগষ্ট ২০২৪

বড়লেখার দুই যুবলীগ নেতা সিলেট বিমানবন্দরে আটক।।

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার যুবলীগের দুই নেতা বিদেশ পালাতে গিয়ে  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে  আটক হয়েছেন। এর মধ্যে একজন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগিনা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে।

আটকরা হলেন- সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান- যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দুজন দেশ থেকে পালিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে সিলেট বিমানবন্দরে আসেন। পরে বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে। শেখ হাসনিার পতনের পর এ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।

img

জুড়ীতে দুই রোহিঙ্গাসহ পাঁচজন আটক

প্রকাশিত :  ১১:১৫, ০৯ সেপ্টেম্বর ২০২৪

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী বাজার (যুক্তফ্রন্ট বাজার) থেকে দুই রোহিঙ্গা সহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কয়েকজন যুবক তাদের দেখতে পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। পরে স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

জানা যায়, ইমরান নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি ৮ হাজার টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করে। তবে তারা ঐ দালালকে কোন টাকা পরিশোধ করেনি। 

রোহিঙ্গা ২ জন কুমিল্লা বর্ডার দিয়ে গত শুক্রবার ( ০৬ সেপ্টেম্বর) ভারতে প্রবেশ করে। বাংলাদেশী ৩ জন খাগড়াছড়ি জেলার মাঠিরাঙ্গা হয়ে গত বুধবার (০৪ সেপ্টেম্বর) ভারতে প্রবেশ করে। তারা আগরতলায় ভারতীয় পুলিশের কাছে আটক হয়। পরে পুলিশ তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে তুলে দেয়। বিএসএফ রাতে জুড়ীর লাঠিটিলা সীমান্তের নদী দিয়ে তাদেরে বাংলাদেশে পুশব্যাক করে।

জানা গেছে, আটককৃতরা জুড়ীর লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে কাজের জন্য তারা ভারতে যায়। পরে বিএসএফ তাদের লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। 

আটককৃত দুই রোহিঙ্গা হলো- কুতুপালংয়ের ১৮ নাম্বার ক্যাম্পের আলী আকবরের ছেলে মোস্তাফিজুর রহমান ও আমান উল্লার মেয়ে আসমা বিবি। 

বাংলাদেশি ৩ জন হল- খুলনা জেলার তেরখাদা উপজেলার আজুপাড়া গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে আবু হানিফ সরকার, মেয়ে নীলিমা খাতুন ও আবু হানিফ সরকারের স্ত্রী একই গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তার।


সিলেটের খবর এর আরও খবর