img

মুক্তির পথ দেখালেন শাবানা আজমি

প্রকাশিত :  ২০:০২, ৩০ আগষ্ট ২০২৪
সর্বশেষ আপডেট: ২০:১১, ৩০ আগষ্ট ২০২৪

মুক্তির পথ দেখালেন শাবানা আজমি

কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসকে ধর্ষণ-হত্যার ঘটনায় সরব হয়েছেন বলিউডি অভিনেত্রী শাবানা আজমি। সমাজ থেকে এই অপরাধ সমূলে নির্মূলের জন্য নারীদের পণ্য রূপে ব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস লিখেছে পুনেতে একটি অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে কথা প্রসঙ্গে শাবানা বলেছেন ধর্ষণ ঠেকানোর মূল উপায় হল সামাজিক চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, “যা ঘটেছে তা ভয়ঙ্কর। এবং এই অপরাধ ঘটেই চলেছে। আমি রিরক্ত এবং বিস্মিত। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পরও এগুলো ঘটে চলেছে।

“প্রথমত নারীদের পণ্য রূপে ব্যবহার করাটা বন্ধ করতে হবে। এবং আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।’’

কেবল শাবানা আজমী নন, বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনীও আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তি দাবি করেছেন।


img

বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয় নয়নতারাকেও

প্রকাশিত :  ১০:৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৪

গোটা ভারত আর জি কর-কাণ্ডে উত্তাল। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়।

যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের। এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে নিয়মিত তোলপাড় হচ্ছে মিডিয়া।

এরইমাঝে নয়নতারার একটি পুরনো অভিযোগ নতুন করে আলোচিত হচ্ছে।

অভিনেত্রীকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়, যা তিনি অকপটে স্বীকার করেন গণমাধ্যমে।

নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।

মালায়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী সিনেমার প্রথমসারির অভিনেত্রী তিনি। তাকে সম্প্রতি দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ চলচ্চিত্রে। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ ওপরের দিকেই নিয়ে গেছেন এই অভিনেত্রী।

নয়নতারা পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন ২০২২ সালে। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যমজ সন্তান নিয়ে বেশ সুখী জীবনযাপন করছেন এই অভিনেত্রী।