মুক্তির পথ দেখালেন শাবানা আজমি
কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসকে ধর্ষণ-হত্যার ঘটনায় সরব হয়েছেন বলিউডি অভিনেত্রী শাবানা আজমি। সমাজ থেকে এই অপরাধ সমূলে নির্মূলের জন্য নারীদের পণ্য রূপে ব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস লিখেছে পুনেতে একটি অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে কথা প্রসঙ্গে শাবানা বলেছেন ধর্ষণ ঠেকানোর মূল উপায় হল সামাজিক চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, “যা ঘটেছে তা ভয়ঙ্কর। এবং এই অপরাধ ঘটেই চলেছে। আমি রিরক্ত এবং বিস্মিত। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পরও এগুলো ঘটে চলেছে।
“প্রথমত নারীদের পণ্য রূপে ব্যবহার করাটা বন্ধ করতে হবে। এবং আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।’’
কেবল শাবানা আজমী নন, বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনীও আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তি দাবি করেছেন।