img

ঘূর্ণিঝড় আসনায় পাকিস্তানে মৃত্যু ২৬

প্রকাশিত :  ১৯:০৫, ০১ সেপ্টেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় আসনায় পাকিস্তানে মৃত্যু ২৬

ঘূর্ণিঝড় আসনা পাকিস্তানের উপকূল থেকেও দূরে সরে যাচ্ছে। শনিবার ঝড়টি করাচি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি)। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। 

ডনের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শুক্র ও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। 

অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তরাঞ্চলীয় আপার দিরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও ১৩ জন।




img

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

প্রকাশিত :  ০৭:৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৪

ইসরাইলি বাহিনী সিরিয়ার আবার বিমান হামলা চালিয়েছে । এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। 

গতকাল রোববার রাতে হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, রোববার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে মাসইয়াফে এলাকায় ১৩টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।  

এই এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। এ ছাড়া সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়া।

পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরাইল দাবি করে আসছে, ইরানের বিপ্লবী গার্ড অস্ত্র, অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে আসছে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে।