img

রেকর্ড গোল করে উরুগুয়েকে বিদায় বললেন সুয়ারেজ

প্রকাশিত :  ০৬:৫১, ০৩ সেপ্টেম্বর ২০২৪

রেকর্ড গোল করে উরুগুয়েকে বিদায় বললেন সুয়ারেজ

৩৭ বছর বয়সী লুইস সুয়ারেজকে উরুগুয়ের জার্সিতে আর মাত্র একবার দেখা যাবে । শনিবার ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন এই ফুটবলার। নিজের অবসর নিয়ে এমনটাই জানিয়েছেন দেশটির হয়ে রেকর্ড ৬৯ গোল করা সুয়ারেজ।

উরুগুয়ের হয়ে ২০০৭ সালে অভিষেকের পর লম্বা সময় দলকে সার্ভিস দেওয়া সুয়ারেজ দেশের হয়ে খেলেছেন ১৪২টি ম্যাচ। প্যারাগুয়ের বিপক্ষে নিজের শেষ ম্যাচের আগে তাই বেশ আবেগপ্রবণ সুয়ারেজ। অবসরের ঘোষণা দিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তারকা।

অশ্রুসজল চোখে অবসর নিয়ে সুয়ারেজ বলেন, ‘বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি। আমি জানি, পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন হতো। চোটের কারণে নয়, নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি। এটা অনেক বড় ব্যাপার।’

উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সুয়ারেজ, খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও। ২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুয়ারেজই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন, করেছিলেন ৪ গোল। গোল চারটির শেষটি সুয়ারেজ করেছিলেন ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি ৩-০ গোলে জেতে উরুগুয়ে।

সেই কোপা আমেরিকার জয়টাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ভাবেন সুয়ারেজ, ‘কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই।’

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও অবশ্য ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সুয়ারেজ। বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ।

img

রোনালদোর ৯০১তম গোলে পর্তুগালের দ্বিতীয় জয়

প্রকাশিত :  ১০:২৮, ০৯ সেপ্টেম্বর ২০২৪

আগের ম্যাচেই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে স্পর্শ করেন ৯০০ গোলের মাইলফলক। এবার টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন সিআরসেভেন। তার গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।

রোববার (৮ সেপ্টেম্বর) নেশন্স লিগ ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। স্কট ম্যাকটমিনি গোল করে এগিয়ে দেন স্কটল্যান্ডকে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের গোলে ম্যাচে ফেরে তারা। এরপর বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। 

ম্যাচের ৮৮ মিনিটে মেন্ডেসের ক্রস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি\'অর জয়ী এই ফুটবলার। তার গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।