রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের এজিএম অনুষ্ঠিত
খালেদ মাসুদ রনি: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে লন্ডনের কিংক্রসের একটি হলে বিপুল সংখ্যক লোকের উপস্থিতে অনুষ্ঠিত এজিএম সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার।
সাধারণ সম্পাদক রুহুর ইসলাম দুদুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ মান্নান, সহ-সভাপতি ময়নুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মানিকুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট তারাউল ইসলাম, আব্দুল মুকিত ফারুক, আজিজুল হক, ময়না মিয়া, দুলু চৌধুরী, মোহাম্মদ মুস্তফা, খাইরুল ইসলাম, মারুফ হোসাইন, শাহ মহসিন আলী মিন্টু, ফয়জুল হক, সাব্বির আহমেদ কোরাইসি, শাহ চেরাগ আলী, ওয়ারিছ আলী, ইকবাল হোসাইন, মিছবাহ উদ্দিন, ময়নুল ইসলাম, আবদাল হোসাইন প্রমূখ।
সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।আলোচনা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।