img

লন্ডন স্ট্রাটফোর্ডে দারুল ক্বিরাতের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত :  ২০:০৪, ০৪ সেপ্টেম্বর ২০২৪

লন্ডন স্ট্রাটফোর্ডে দারুল ক্বিরাতের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোজাম্মেল আলী, লন্ডন: দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত লন্ডন স্ট্রাটফোর্ড শাখা কর্তৃক পরিচালিত দারুল ক্বিরাত-২০২৪ এর ফলাফল, সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার সম্পন্ন হয়।

ক্বারী গোলাম আযমের সভাপতিত্বে শাখার নাজিম মাওলানা ইনামুল হক ও প্রধান ক্বারী মুহাম্মদ আফাজ উদ্দিন ইহফাজের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিভি নর্দাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল ও দারুল ক্বিরাত -২০২৪ ইউকের এডমিন মাওলানা জয়নাল আবেদিন।

বক্তব্য রাখেন - মুহিবুর রহমান ছানা, ক্বারী গোলাম আম্বিয়া, ক্বারী গোলাম মাওলা, ক্বারী আব্দুস শহীদ ও মুহাম্মদ রাসেল সহ প্রমুখ।

জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত পাঁচটি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবকগণ।

এসময় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মেতে ওঠতে দেখা যায়।

দারুল ক্বিরাতের উস্তাদ হিসেবে ছিলেন- ফয়েজ আহমদ, মিছবাহ উদ্দিন, ক্বারী শামছুল ইসলাম, মুহাম্মদ তানজিদ খান নাঈম ও ক্বারীয়া মৌসুমী আক্তার।

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর