লন্ডন স্ট্রাটফোর্ডে দারুল ক্বিরাতের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোজাম্মেল আলী, লন্ডন: দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত লন্ডন স্ট্রাটফোর্ড শাখা কর্তৃক পরিচালিত দারুল ক্বিরাত-২০২৪ এর ফলাফল, সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার সম্পন্ন হয়।
ক্বারী গোলাম আযমের সভাপতিত্বে শাখার নাজিম মাওলানা ইনামুল হক ও প্রধান ক্বারী মুহাম্মদ আফাজ উদ্দিন ইহফাজের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিভি নর্দাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল ও দারুল ক্বিরাত -২০২৪ ইউকের এডমিন মাওলানা জয়নাল আবেদিন।
বক্তব্য রাখেন - মুহিবুর রহমান ছানা, ক্বারী গোলাম আম্বিয়া, ক্বারী গোলাম মাওলা, ক্বারী আব্দুস শহীদ ও মুহাম্মদ রাসেল সহ প্রমুখ।
জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত পাঁচটি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবকগণ।
এসময় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মেতে ওঠতে দেখা যায়।
দারুল ক্বিরাতের উস্তাদ হিসেবে ছিলেন- ফয়েজ আহমদ, মিছবাহ উদ্দিন, ক্বারী শামছুল ইসলাম, মুহাম্মদ তানজিদ খান নাঈম ও ক্বারীয়া মৌসুমী আক্তার।