img

বো ইস্ট উপ-নির্বাচন ১২ সেপ্টেম্বর

প্রকাশিত :  ১৭:৫০, ০৬ সেপ্টেম্বর ২০২৪

বো ইস্ট উপ-নির্বাচন ১২ সেপ্টেম্বর

টাওয়ার হ্যামলেটসের বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। ৮ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট শেষ হওয়ার পরে টাউন হলে ভোট গণনা শেষে কাউন্সিলের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ফলাফল ঘোষণা করা হবে।
গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে লন্ডন এবং ওয়েস্টমিনস্টার আসনের এমপি হিসেবে নির্বাচিত হওয়া কাউন্সিলর রাচেল ব্লেকের পদত্যাগের পর এই উপ-নির্বাচন হচ্ছে।
২০২২ সালের স্থানীয় নির্বাচনের পর কাউন্সিলের আসনের জন্য এটিই প্রথম নির্বাচন এবং প্রথমবারের মতো আইনের সাম্প্রতিক পরিবর্তনের ফলে ভোটকেন্দ্রে ব্যক্তিগতভাবে ভোট দিতে গেলে ভোটারদের স্বীকৃত ফর্মের যেকোন একটি ফটো আইডি প্রদান করতে হবে।
আপনি নীচের লিঙ্কে গিয়ে ফটো আইডি প্রয়োজনীয়তা সম্পর্কে এবং প্রার্থীদের তালিকা, ভোট কেন্দ্রের অবস্থান এবং আরও তথ্য দেখতে পারেন।www.towerhamlets.gov.uk/lgnl/council_and_democracy/elections__voting/Bow-East-By-Election/Bow-East-Ward-By-Election.aspx    

কমিউনিটি এর আরও খবর

img

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন

প্রকাশিত :  ১৪:৫১, ০১ নভেম্বর ২০২৪

ব্রিটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৪ইং বুধবার পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও আঁড়ম্বরপূর্ণ পরিবেশে সূরা ও কুরআন শরীফ তিলাওয়াত এবং নামাযের সংশ্লিষ্ট দোয়া তাসবিহ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে স্হানীয় মসজিদ, ইভিনিং মাদ্রাসা ও মক্তব থেকে তিন শতাদিক ছাত্র - ছাত্রী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শুরুর পূর্বে সংগঠনের সভাপতি মাওলানা ছালেহ আহমদ ভূইয়া উপস্থিত সকল ছাত্র ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে যে সকল বিচারকমন্ডলীদের ঐকান্তিক সহযোগিতা জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীকে মেডেল প্রদান করা হয়।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করবেন তাদের ফলাফল অচিরেই প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

পরিশেষে প্রতিযোগিতার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও সহযোগিতায় ইসি মেম্বারগণের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।



কমিউনিটি এর আরও খবর