ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে দারুল ক্বিরাতের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোজাম্মেল আলী, ম্যানচেস্টার, ইউকেঃ ম্যানচেস্টারের শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারে দারুল কিরাত দারুল কিরাত কোর্স এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত রবিবার।
শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, দারুল কিরাতের প্রধানক্বারী মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, আলহাজ মান্নান খান, মসজিদের ট্রাস্টি আলহাজ রইস আলী, সৈয়দ নজরুল ইসলাম হারুন, মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান লিটন আহমদ চৌধুরী, সেক্রেটারি মারুপ খান, দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক মুহসিন, আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টারের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা ফেরদৌস চৌধুরী প্রমুখ।