img

কার্ডিফ বাংলা স্কুল প্রতি শনিবার ও রোববার খোলাঃ কমিউনিটির সহযোগিতা কামনা

প্রকাশিত :  ১৮:৫৫, ০৬ সেপ্টেম্বর ২০২৪

কার্ডিফ বাংলা স্কুল প্রতি শনিবার ও রোববার খোলাঃ কমিউনিটির সহযোগিতা কামনা

আতিকুল ইসলাম, কার্ডিফ, ওয়েলসঃ মাল্টিমিডিয়া, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন কমিটির পক্ষ থেকে নব উদ্যমে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এখানকার নবপ্রজন্মের সামনে আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মানসে এখন থেকে বাংলা স্কুলটি প্রতি শনিবার ও রোববার দুপুর ১১ টা থেকে ১ টা পর্যন্ত খোলা থাকবে বলে শাহ্জালাল বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন।

বিপুল উৎসাহ — উদ্দীপনায় উল্লেখযোগ্য সংখ্যক প্যারেন্টসদের উপস্থিতিতে গত ১ লা সেপ্টেম্বর রোববার দুপুর ১২ টায় শাহ্জালাল বাংলা স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ আলী আকবরের সভাপতিত্বে ও ট্রেজারার এস এ খাঁন লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সুচিন্তিত মতামত ও নানা পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন মোহাম্মদ মকিস মনসুর, এস এ রহমান মধু, আনা মিয়া. আক্তারুজ্জামান কোরেশী নিপু, তৈমুছ আলী, আব্দুল মুমিন, দেওয়ান টুটুল চৌধুরী, খায়রুল ইসলাম, সুমন চৌধুরী, হাফিজ মিফতাউর রহমান কামিল, আতিকুল ইসলাম ও আসরাফ সিদ্দিকী সহ বাংলা স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে সভায় দোয়া পরিচালনা করেন শাহ্জালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। 

শাহ্জালাল বাংলা স্কুল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সহ সকল নেতৃবৃন্দ এখানকার নব— প্রজন্মকে দেশের সাথে নাড়ির বন্ধনে আবদ্ধ করতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্যক ধারণা দিতে এবং বাংলা শেখানোর লক্ষ্যে ৭ই সেপ্টেম্বর শনিবার থেকে বাংলা স্কুল পূনরায় চালু হচ্ছে, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও স্কুল পরিচালনায় কমিউনিটির সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন


কমিউনিটি এর আরও খবর

img

বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত :  ১৯:০২, ০৩ অক্টোবর ২০২৪

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ  প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।                   

শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “জালাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম।”     

 শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মরহুম জালাল উদ্দিন চৌধুরী সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তার মৃত্যুতে আমরা একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং বার্মিংহাম এলাকায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম জালাল উদ্দিন চৌধুরী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।“        

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।  

কমিউনিটি এর আরও খবর