বন্যার্তদের সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থা ‘লাভিং পিপল’ এখন কুমিল্লায়
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘লাভিং পিপল’ বাংলাদেশের পূর্বাঞ্চলে এবারকার ভয়াবহ বন্যায় আক্রান্তদের সহযোগিতায় এখন কুমিল্লায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ থেকে অকস্মাৎ পানি ছেড়ে দেয়ার ফলে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ১২টি জেলায় (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার) ব্যাপক বন্যার কবলে পড়ে। এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর এর অবস্থা খুবই খারাপ।
এ বন্যার কারণে অনেকে মারা গেছেন, ৫ লক্ষ পরিবারের মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৫.৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ঘরবাড়ি, জীবিকা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করেছে, যা প্রায় সমস্ত অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করেছে। এ অবস্থায় লাখ লাখ আশ্রয়হীন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের জন্য ওই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ‘লাভিং পিপল’ এর নিবেদিতপ্রাণ একটি টিম পৌঁছেছে। এই অসহায় পীড়িত মানুষদের সাহায্য করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ‘লাভিং পিপল’।