img

বন্যার্তদের সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থা ‘লাভিং পিপল’ এখন কুমিল্লায়

প্রকাশিত :  ০৮:১৯, ০৭ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থা ‘লাভিং পিপল’ এখন কুমিল্লায়

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘লাভিং পিপল’ বাংলাদেশের পূর্বাঞ্চলে এবারকার ভয়াবহ বন্যায় আক্রান্তদের সহযোগিতায় এখন কুমিল্লায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ থেকে অকস্মাৎ পানি ছেড়ে দেয়ার ফলে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ১২টি জেলায় (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার) ব্যাপক বন্যার কবলে পড়ে। এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর এর অবস্থা খুবই খারাপ।

এ বন্যার কারণে অনেকে মারা গেছেন, ৫ লক্ষ পরিবারের মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৫.৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ঘরবাড়ি, জীবিকা এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করেছে, যা প্রায় সমস্ত অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করেছে। এ অবস্থায় লাখ লাখ আশ্রয়হীন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের জন্য ওই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ‘লাভিং পিপল’ এর নিবেদিতপ্রাণ একটি টিম পৌঁছেছে। এই অসহায় পীড়িত মানুষদের সাহায্য করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ‘লাভিং পিপল’।

কমিউনিটি এর আরও খবর

img

বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত :  ১৯:০২, ০৩ অক্টোবর ২০২৪

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ  প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।                   

শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “জালাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম।”     

 শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মরহুম জালাল উদ্দিন চৌধুরী সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তার মৃত্যুতে আমরা একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং বার্মিংহাম এলাকায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম জালাল উদ্দিন চৌধুরী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।“        

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।  

কমিউনিটি এর আরও খবর