img

আপনার ভালোবাসা দেখান এবং ভিকি পার্কের জন্য ভোট দিন

প্রকাশিত :  ১৮:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপনার ভালোবাসা দেখান এবং ভিকি পার্কের জন্য ভোট দিন

আবারও গ্রিন ফ্ল্যাগ পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য দৌড়ে রয়েছে টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে জনপ্রিয় পার্ক ভিক্টোরিয়া পার্ক। এই এওয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সেরা পার্ক গুলোর স্বীকৃতি প্রদানকারী একটি জাতীয় পুরস্কার প্রকল্প।
ভিক্টোরিয়া পার্ক সারা বছর ধরেই সঙ্গীত উৎসব থেকে শুরু করে কমিউনিটির নেতৃত্বে অনেক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৪,০০০ টিরও বেশি গাছ, হ্রদ, একটি নৌকা চালানোর উপযোগী পুকুর, খেলার মাঠ এবং খেলাধুলা ও বিশ্রামের জন্য প্রচুর জায়গা রয়েছে।
বারার মানুষের গর্বের এই পার্কটিকে ১২ তম বছরের জন্য দেশের সেরা ১০ টি পার্ক গুলোর মধ্যে একটি হিসাবে মানচিত্রে দৃঢ়ভাবে রাখার জন্য ১১ অক্টোবর পর্যন্ত ভোট দেয়া যাবে। যারা আগ্রহী তারা www.greenflagaward.org/park-summary/?park=1577 - এই ওয়েবসাইটে গিয়ে ভিক্টোরিয়া পার্ককে ভোট দিতে পারেন।

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর