img

আপনার ভালোবাসা দেখান এবং ভিকি পার্কের জন্য ভোট দিন

প্রকাশিত :  ১৮:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আপনার ভালোবাসা দেখান এবং ভিকি পার্কের জন্য ভোট দিন

আবারও গ্রিন ফ্ল্যাগ পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য দৌড়ে রয়েছে টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে জনপ্রিয় পার্ক ভিক্টোরিয়া পার্ক। এই এওয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সেরা পার্ক গুলোর স্বীকৃতি প্রদানকারী একটি জাতীয় পুরস্কার প্রকল্প।
ভিক্টোরিয়া পার্ক সারা বছর ধরেই সঙ্গীত উৎসব থেকে শুরু করে কমিউনিটির নেতৃত্বে অনেক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ৪,০০০ টিরও বেশি গাছ, হ্রদ, একটি নৌকা চালানোর উপযোগী পুকুর, খেলার মাঠ এবং খেলাধুলা ও বিশ্রামের জন্য প্রচুর জায়গা রয়েছে।
বারার মানুষের গর্বের এই পার্কটিকে ১২ তম বছরের জন্য দেশের সেরা ১০ টি পার্ক গুলোর মধ্যে একটি হিসাবে মানচিত্রে দৃঢ়ভাবে রাখার জন্য ১১ অক্টোবর পর্যন্ত ভোট দেয়া যাবে। যারা আগ্রহী তারা www.greenflagaward.org/park-summary/?park=1577 - এই ওয়েবসাইটে গিয়ে ভিক্টোরিয়া পার্ককে ভোট দিতে পারেন।

কমিউনিটি এর আরও খবর

img

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন

প্রকাশিত :  ১৪:৫১, ০১ নভেম্বর ২০২৪

ব্রিটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৪ইং বুধবার পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও আঁড়ম্বরপূর্ণ পরিবেশে সূরা ও কুরআন শরীফ তিলাওয়াত এবং নামাযের সংশ্লিষ্ট দোয়া তাসবিহ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে স্হানীয় মসজিদ, ইভিনিং মাদ্রাসা ও মক্তব থেকে তিন শতাদিক ছাত্র - ছাত্রী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শুরুর পূর্বে সংগঠনের সভাপতি মাওলানা ছালেহ আহমদ ভূইয়া উপস্থিত সকল ছাত্র ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে যে সকল বিচারকমন্ডলীদের ঐকান্তিক সহযোগিতা জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীকে মেডেল প্রদান করা হয়।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করবেন তাদের ফলাফল অচিরেই প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

পরিশেষে প্রতিযোগিতার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও সহযোগিতায় ইসি মেম্বারগণের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।



কমিউনিটি এর আরও খবর