img

সেকেন্ডারি স্কুলে টিকাদান কার্যক্রম

প্রকাশিত :  ১৮:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সেকেন্ডারি স্কুলে টিকাদান কার্যক্রম

একটি শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শুরু করার আগেই বেশিরভাগ টিকা দেওয়া হয়, তবে কিছু টিকা রয়েছে যা মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হয়।
প্রশিক্ষিত, অত্যন্ত অভিজ্ঞ টিকাদাতাদের একটি দল আপনার সন্তানের স্কুলে যাবেন এবং ভ্যাকসিন বা টিকা দেবেন। আপনাকে যা করতে হবে তা হল আপনার সন্তানকে টিকা দেওয়ার জন্য আপনার সম্মতি প্রদান করা।
টিকা সম্পর্কে প্রশ্ন থাকা স্বাভাবিক — নীচের লিঙ্কটি ব্যবহার করে আপনার সন্তান তাদের জীবনের প্রতিটি পর্যায়ে যে ভ্যাকসিন গুলো পেতে পারে সে সম্পর্কে আরও তথ্য জানতে হলে ভিজিট করুনঃ northeastlondon.icb.nhs.uk/health-advice/vaccinations/vaccinations-at-secondary-school/

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর