img

টাওয়ার হ্যামলেটসের বিজনেস কনফারেন্স ১৯ সেপ্টেম্বর

প্রকাশিত :  ১৮:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের বিজনেস কনফারেন্স ১৯ সেপ্টেম্বর

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে স্থানীয় উদ্যোক্তাদের সমর্থন করার জন্য ডিজাইন করা চারটি উত্তেজনাপূর্ণ নতুন প্রকল্প চালু করার ঘোষণা দিয়ে আনন্দিত।

বাসিন্দাদের একটি প্রতিশ্রুতিশীল ব্যবসায়িক ধারণা আছে কিনা এবং কীভাবে শুরু করতে হবে তা নিশ্চিত নয়, অথবা তারা ইতিমধ্যেই একটি ব্যবসার মালিক এবং বাড়তে চাইছে, এই প্রকল্পগুলি স্থানীয় ব্যবসার উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং সহায়তা প্রদান করে।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে এবং উদ্যোগগুলো সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://forms.office.com/pages/responsepage.aspx?id=h-wKPIP5j0Gz3NNduD-10nA8ayXmfmBDn8PK0mrfu8lUQkhJQUYxWjg3OUxMUFVKNjBUWlVHMUY5TS4u&route=shorturl



কমিউনিটি এর আরও খবর

img

মাওলানা শুয়াইব আহমদের লন্ডন প্রত্যাবর্তন, ইউকে জমিয়ত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

প্রকাশিত :  ১১:৩০, ১১ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১২:১৬, ১১ জুলাই ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডঃ মাওলানা শুয়াইব আহমদ বাংলাদেশের দীর্ঘ দিনের সফর শেষে লন্ডন প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে  গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে মাওলানা শুয়াইব আহমদের সাথে ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ প্রমুখ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মাওলানা শুয়াইব আহমদ দেশ ও জাতির বর্তমান সন্ধিক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থী: ড. মাওলানা শুয়াইব আহমদ, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, সম্ভাব্য প্রার্থী: সুনামগঞ্জ-২???? হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী: সুনামগঞ্জ-৩???? হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত, সম্ভাব্য প্রার্থী: সিলেট-২????।





কমিউনিটি এর আরও খবর