img

টাওয়ার হ্যামলেটসের বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবদি মোহাম্মদ

প্রকাশিত :  ১৮:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবদি মোহাম্মদ

বো ইস্টের নতুন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আবদি মোহাম্মদ। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হলেন।
লেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আবদি মোট ১,২৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির রুপার্ট জর্জ পেয়েছেন ৭২২ ভোট।
কনজারভেটিভ পার্টির প্রার্থী রবিন উইলিয়াম এডওয়ার্ডস পেয়েছেন ২৩৯ ভোট, লিবারেল ডেমোক্র্যাট পার্টির সিওভান লিনজি প্রাউডফুট পেয়েছেন ১৪৮ ভোট।
এই উপ—নির্বাচনে ভোট পড়েছে ১৫.১৮ শতাংশ।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রিটার্নিং অফিসার এবং প্রধান নির্বাহী স্টিফেন হ্যালসি বলেছেন, “প্রথমত, কাউন্সিলে নির্বাচিত হওয়ার জন্য আমি কাউন্সিলর মোহাম্মদকে অভিনন্দন জানাতে চাই এবং আমি তার সাথে কাজ করার জন্য উন্মুখ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, যারা নির্বাচন কমিশন, মেট্রোপলিটন পুলিশ এবং আরও অনেকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।”
টাওয়ার হ্যামলেটসের নির্বাচন সম্পর্কে আরও তথ্যের জন্য, কাউন্সিলের নির্বাচনী ওয়েবপেজ গুলিতে যান। (www.towerhamlets.gov.uk/lgnl/council_and_democracy/elections__voting/elections__voting.aspx)

 

কমিউনিটি এর আরও খবর

img

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :  ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানার মধ্যে বিস্ফোরণে দগ্ধ ৩ বাংলাদেশির মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন ও শনিবার ভোর রাত ৩টায় আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

অন্য আরেকজন মুন্সীগঞ্জের মহিউদ্দিনের ছেলে সালাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই মৃতদেহ দুটি দেশে প্রেরণের আশ্বাস দেন প্রথম সচিব শ্রম এএসএম  জাহিদুর রহমান।

প্রথম সচিব জাহিদুর রহমান আরও জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মৃত ও আহত তিনজনের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে হাইকমিশনের টিমের দেখা হয় হাসপাতাল ও মর্গে।


কমিউনিটি এর আরও খবর