img

লেবাননে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৮২

প্রকাশিত :  ১৪:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

লেবাননে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৮২

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭২৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।  খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসা কর্মীরা রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় ১৫০টি বিমান হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, লেবাননের বন্দর শহর বাইব্লোসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে।

এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশু, প্যারামেডিকসসহ ৭২৭ জন মানুষ আহত হয়েছেন।

গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে।


img

আসাদের গোপন কারাগারে বন্দি হাজার হাজার হামাস সদস্যরা

প্রকাশিত :  ০৬:৩১, ০৯ ডিসেম্বর ২০২৪

পলায়নকারী আসাদ সরকারের সেদনায়া কারাগারে প্রবেশকারী বিপ্লবীরা হাজার হাজার মানুষকে মুক্তি দিয়েছে। এ সময় আন্ডারগ্রাউন্ড থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা কাজ করার পরে, সেলারের দিকে যাওয়ার পথগুলির মধ্যে একটি পাওয়া যায়। মাটির নিচে গোপন নির্যাতন কেন্দ্রের চারটি তলা ছিল।

সংলগ্ন সারি সারি ওয়ার্ডে হাজার হাজার মানুষকে উদ্ধারের অপেক্ষায় দেখা যায়। এমন এক পরিবেশে যেখানে ভিতরে আলো নেই, লোহার দরজার ছাদের রেলিং-এ উঠে আসা বন্দীরা সাহায্যের জন্য চিৎকার করছিল।

গাজার কাসাম ব্রিগেডের অনেক সৈন্য, যাদেরকে নিখোঁজ ও মৃত ঘোষণা করা হয়েছিল, তারাও সেদনায়া কারাগারের নির্যাতন কেন্দ্র থেকে বেরিয়ে এসেছে।

বাশার আসাদ আসলে কার জন্য কাজ করেছিল? কেন বার বার পতনের কাছে পৌছানোর পরও আসাদকে টেকানোর জন্য জায়নবাদ কাজ করেছে। এখন অনেক রহস্য উন্মোচিত হচ্ছে।