img

আচমকাই বৃষ্টিভেজা নিউ মার্কেটের ভিড়ে কৌশানীর নাচ

প্রকাশিত :  ১০:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪

আচমকাই বৃষ্টিভেজা নিউ মার্কেটের ভিড়ে কৌশানীর নাচ

আসন্ন পুজোর কেনাকাটার ভিড় উপচে পড়েছে কলকাতা নিউ মার্কেটে। দিনভরের বৃষ্টিতেও দমে যাননি মানুষ। পুজোর দিন যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে এসপ্ল্যানেড, নিউ মার্কেটে ভিড় বাড়ছে রোজ। তবে বুধবার এই চত্বর সাক্ষী থাকল এক বিরল এক দৃশ্যের। বৃষ্টিস্নাত পথে ভিড়ের মাঝেই নাচতে দেখা গেল কৌশানী মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee)। নায়িকাকে ঘিরে রয়েছে রঙিন মুখের ভিড়।

কৌশানীর পরনে লাল শিফন শাড়ি। খোলা চুল। ‘বহুরূপী’দের ভিড়ে নিজের ছন্দে নেচে চলেছেন অভিনেত্রী। কিন্তু আচমকাই কেন শহরের ব্যস্ততম শপিং মার্কেটে কৌশানীর আবির্ভাব? সেখানেই এলেন, নাচলেন আর বাজিমাত করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ অভিনেত্রী। বুধবার বিকেলে নিউ মার্কেট চত্বরে এক অভিনব রঙিন অনুষ্ঠানের মাধ্যমেই মুক্তু পেল উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজো রিলিজ ‘বহুরূপী’র নতুন গান ‘ডাকাতিয়া বাঁশি’। যে গানে কণ্ঠ দিয়েছেন খোদ বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল। তিনিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলাই বাহুল্য, কৌশানী মুখোপাধ্যায়ের নাচ দেখতে ভিড় একেবারে উপচে পড়েছিল সেখানে। অনেকেই মুঠোফোনে মুহূর্তবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর মার্কেটিং স্ট্র্যাটেজি যে বরাবরই প্রশংসনীয়, তা বলাই বাহুল্য। ‘বহুরূপী’ ছবির ক্ষেত্রেও তার অন্যথা হল না।


 

img

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভারতীয়দের তোপের মুখে অভিনেত্রী স্বরা ভাস্কর

প্রকাশিত :  ১৩:৪৬, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৪৩, ১৭ জুন ২০২৫

এবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন তিনি। নিজের মতামত জানিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন স্বরা।

প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরই নতুন করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার এই অভিনেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন স্বরার দিকে।

সম্প্রতি স্বরা তার এক্স হ্যান্ডেলে প্যালেস্টাইন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। সেখানে প্যালেস্টাইন ও গাজার পাশে থাকা নিয়ে একটি বার্তা দেন তিনি। তার পোস্টে লেখা, অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।

প্যালেস্টাইনে সাম্প্রতিক কালে নয় বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল সে কথাই বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে স্বরা। অন্যদিকে আরও একটি ছবিতে তিনি জানিয়েছেন, ১৮ জুন, মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজার পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের এক সমাবেশের কথাও। এই ঘটনার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। এ সময় নিজের দেশের পেহেলগাঁও হামলার পরে কোনো শোকবার্তা না জানানোর প্রসঙ্গ টেনে এনেছেন নিন্দুকেরা। কেউ কেউ লিখেছেন, ‘পেহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?’

কেউ আবার বলেছেন, ‘মুম্বাই প্যালেস্টাইন নয়। প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।’