img

কাজের আলাপ বেশি পছন্দ তমা মির্জার

প্রকাশিত :  ১৮:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কাজের আলাপ বেশি পছন্দ তমা মির্জার

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক রায়হায় রাফীর প্রেম ও বিচ্ছেদ গুঞ্জনে মুখর নেটিজেনরা। এখনও গুঞ্জন শেষ হয়ে যায়নি।

এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, \'গুঞ্জনের চেয়ে কাজের আলাপ করতে বেশি পছন্দ আমার। সার্বিক পরিস্থিতির জন্য বেশ অনেক দিন ধরে কাজ করছি না। এখন আবার কাজ শুরু করতে যাচ্ছি। কাজের দিকেই ফোকাস দিচ্ছি।\' নিয়মমাফিক ব্যায়াম আর খাবারের রুটিনে পরিবর্তন এনে তিনি এখন কাজের জন্য নিজেকে ফিট মনে করছেন। খুব শিগগির শুরু হবে তার নতুন সিনেমার শুটিং। সামাজিক মাধ্যমে ব্যায়ামের কয়েকটা ছবি পোস্ট করে তারই আভাস দিলেন তিনি।

শুটিং প্রসঙ্গে তিনি বলেন, \'নতুন সিনেমার শুটিং তাই গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি, নিয়মিত ব্যায়াম করছি, খাদ্যাভাসেও এনেছি পরিবর্তন। এরই মধ্যে ৫ কেজি ওজন কমিয়ে ফেলেছি। সামনের মাসে শুটিংয়ে ফিরব\'। কিন্তু নতুন সিনেমা প্রসঙ্গে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আস্তে ধীরে জানাব সব।\' জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী দেশের গণ্ডি পেরিয়ে টালিউডেও অভিনয় করেছেন।

ভারতীয় গায়ক ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের পরিচালনায় \'দুই বন্ধু\' মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরও আছেন দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

অঞ্জনের সঙ্গে কাজের অনুভূতি জানতে চাইলে তমা মির্জা বলেন, \'অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করছি-এটা ভেবে নিজের মধ্যে অনেক উত্তেজনা কাজ করে। দারুণ একটি গল্প নির্মাণ হয়েছে। মিউজিক্যাল এই ওয়েব সিরিজে বড় চমক হিসেবে রয়েছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান।\'

সর্বশেষ \'সুড়ঙ্গ\' সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। সিনেমাটিতে দর্শকদের ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন তমা। এই সিনেমার পর আর পর্দায় দেখা যায়নি তাকে। তবে নতুন কাজ নিয়ে খুব শিগগির দর্শকের কাছে ফিরছেন তিনি।


img

সাইফ আলী খানের বাড়িতেই লুকিয়ে ছিলেন হামলাকারী

প্রকাশিত :  ০৫:৪৭, ১৭ জানুয়ারী ২০২৫

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে বলিউড তারকা সাইফ আলী খান এখন ভারতের মুম্বায়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিনেতার ওপর হামলার ঘটনায় তদন্ত করতে বিশেষ একটি টিম গঠন করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। আর এখানেই মিলেছে নতুন তথ্য। হামলার দুই ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজে অভিনেতার বাড়িতে কারো প্রবেশের দৃশ্য ধরা পড়েনি, অর্থাৎ সাইফের ওপর হামলাকারীরা অনেক আগেই বাড়িতে লুকিয়ে হামলার জন্য অপেক্ষা করছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ হামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে মধ্যরাতের পর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি অভিনেতার বাড়িতে। পুলিশের সন্দেহ, হামলাকারী বা হামলকারীরা আগেই সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন এবং ভেতরে লুকিয়ে ছিলেন।

অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তিঅভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সিসিটিভি ফুটেজ দেখা গেছে, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।

সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগিরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বুধবার মধ্যরাতে বান্দ্রার বাড়িতে ঘুমাচ্ছিলেন সাইফ আলী খানসহ পরিবারের সবাই। এ সময় এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।