img

বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত :  ১০:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সিলেট জেলার বিশ্বনাথে বজ্রপাতে রেদওয়ান আহমদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়। রেদওয়ান বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সরাইল গ্রামের অলিউর রহমানের ছেলে ও

 সিলেট মুরারিচাঁদ কলেজের (এমসি) শিক্ষার্থী ছিলেন।

একই ঘটনায় রেদওয়ানের সাথে থাকা তার ছোট ভাই সুফিয়ান আহমদ আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

স্থানীয়সূত্রে জানা যায়, রোববার সকালে বৃষ্টির সময় রেদওয়ান ও তার ছোট ভাই সুফিয়ান বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত হলে রেদওয়ান ঘটনাস্থলে মারা যায় ও তার ছোট ভাই আহত হয়।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।


সিলেটের খবর এর আরও খবর

img

ছাতকে নিজ ঘরে ছুরিকাঘাতে পীরকে হত্যা

প্রকাশিত :  ০৭:৪৩, ০৪ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জ জেলার ছাতকে আশি বছরের বেশি বয়সী এক পীর খুন হয়েছেন। সকালে নিজ গ্রাম সৈদেরগাঁওয়ের (ধারণ) বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে

 সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই পীরের নাম সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর।

গ্রামের লোকজন জানান, বয়োজ্যেষ্ঠ এই পীর বাড়ির সামনের দিকের একটি ঘরে প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে বসতেন। অনেকে তার কাছ থেকে এসে পানিপড়াও নিতেন।

আব্দুল হান্নান পীর প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ফজরের নামাজের পর ওই ঘরে এসে বসেছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়  সিলেটে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

আব্দুল হান্নান পীরের মৃত্যুর খবর শুনে ভক্ত-শুভানুধ্যায়ীরা তার বাড়ির সামনে ভিড় জমান।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুল হান্নান পীর। কারা, কেন তাকে হত্যা করলো এ বিষয়ে জানার জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

সিলেটের খবর এর আরও খবর