img

দেশের সরকারি ওয়েবসাইট কেন সহজে হ্যাক হচ্ছে

প্রকাশিত :  ০৮:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

দেশের সরকারি ওয়েবসাইট কেন সহজে হ্যাক হচ্ছে

বাংলাদেশে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ পুলিশ, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটসহ বিভিন্ন সরকারি ও জনগুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকের কথা জানা যায়। প্রযুক্তি প্রকৌশলীদের ভাষ্যে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও খেয়াল না রাখার কারণে এসব ওয়েবসাইট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে।

গেল কয়েক বছর নানান বাস্তবতায় হ্যাকিংয়ের মাত্রা বাড়ছে। বিভিন্ন হ্যাকারগ্রুপের রোষানলে পড়ছে সরকারি ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো। এতে নাগরিক সুবিধাসহ রাষ্ট্রের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক জাহিদ হোসাইন খান বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব সেবাই অনলাইনমুখি করার চেষ্টা করছে।

বিভিন্ন জরিপ থেকে জানা যাচ্ছে গত এক বছরে দেশে সাইবার অপরাধের সংখ্যা ও মাত্রা দ্বিগুণ হারে বেড়েছে। এই সময়ের মধ্যে মোট অপরাধের ১১ দশমিক ৮৫ শতাংশই হয়েছে সাইবার জগতে। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা ২০২২ সালে ইমেল/ফিশিং, মিডিয়া, ইমপারসনেশন, ডেটা চুরি, ওয়েবসাইট হ্যাকের মতো ঘটনায় বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ে। বিশ্বের অন্যান্য দেশেও আর্থিক ক্ষতির পরিমাণ এমনই। ২০২২ ও ২০২৩ সালে সরকারি সংস্থার কর্মকর্তারা ফিশিং অ্যাটাকিংয়ের শিকার হচ্ছেন। আবার বিশ্বজুড়ে র‍্যানসমওয়‍্যারের শিকার হওয়ার ঘটনায় সাড়ে ৪ শতাংশ সরকার বা সরকারি সংস্থা বলে জানা যায়। বিশ্বজুড়ে সরকারি সংস্থার মাধ্যমে ডেটা চুরির ঘটনা ২০২২ সালে ৭.২৫ শতাংশ হারে বাড়তে দেখা যায়।

গত দুই বছরে এই সংখ্যা অনেক বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সরকারি সেবা ও নাগরিক সেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হচ্ছে। এতে কম সময়ে, কম খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছে সরকারি সংস্থাসমূহ। এছাড়াও এখন পেপারলেস বা কাগজবিহীন অফিস সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হচ্ছে। খুব সহজে অনলাইনে বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে পাসপোর্ট থেকে শুরু করে ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রত্যয়ন-সনদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নতুনভাবে স্থাপনের সনদ, অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স: ডুপ্লিকেট লাইসেন্স; লাইসেন্স নবায়নসহ বিভিন্ন আবেদন ও সেবা অনলাইনে পাওয়া যায়।

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দফর নাগরিকদের সেবা গ্রহণের পদ্ধতি সহজ করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া চালু করছে। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেবা প্রদানের জন্য ভিন্ন ভিন্নি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের আদর্শে স্মার্ট নাগরিক তৈরিতে ভূমিকা রাখছে, অনলাইনমুখি হচ্ছে। আবার মুঠোফোন ও অনলাইনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য ওয়েবসাইট ও অ্যাপনির্ভর সেবা তৈরি করা হচ্ছে।

অনলাইনের মাধ্যমে অর্থ, সার্ভিস ফি, ভ্যাট, অগ্রিম কর প্রদানের মতো সুযোগ অনলাইনে মিলছে। যে কারণে সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ঘটলে নাগরিক সেবা পেতে দেরি হয়। আবার অনেক সময় ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ঘটে বলে সরকারি ওয়েবসাইট থেকে চুরে করে অনেক তথ্য ডার্কওয়েবে প্রকাশ করা হচ্ছে। সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও তথ্যপ্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে পাল্লা না দেওয়ার অনাগ্রহের কারণেই এমনটা হচ্ছে বলা যায়।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

ঊষর মরুর বুকে কেন বাড়ছে সবুজের ছোঁয়া?

প্রকাশিত :  ০৮:৪১, ০৩ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:০২, ০৩ অক্টোবর ২০২৪

দিনে দিনে সবুজের ছোঁয়া বাড়ছে ঊষর সাহারা মরুভূমির বুকে ! আফ্রিকার বিশাল মরুভূমির উষ্ণ বাদামি শরীরে পড়ছে সবুজের ছোপ। বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলে বাড়ছে গাছপালার পরিমাণ। 

সম্প্রতি নাসার উপগ্রহচিত্রে ধরা পড়েছে এমন কিছু দৃশ্য; যা দেখে অবাক হয়েছেন বিজ্ঞানীরা। কৃত্রিম উপগ্রহটি সাহারা মরুভূমির সবুজ শ্যামল রূপ তুলে ধরেছে সকলের সামনে। পৃথিবীর অন্যতম শুষ্ক এবং রুক্ষ স্থানে এমন দৃশ্য দেখে হতবাক হয়েছেন অনেকেই।

চারিদিকে শুধু ধূ-ধূ প্রান্তর। যে দিকে দু’চোখ যায় শুধু বালি আর বালি। দূর-দূরান্তে তাকালেও মরুভূমির বুকে পানির হদিস পাওয়া দুষ্কর। নাসার উপগ্রহের ক্যামেরায় যে ছবি সেপ্টেম্বর মাসে ধরা পড়েছে তাতে দেখা গেছে মাত্র এক মাসের মধ্যেই টলটলে পানি ভরে উঠেছে প্রায় শুকনো হ্রদগুলো। সাধারণত সাহারার হ্রদগুলো শুষ্ক থাকে। বেশির ভাগ হ্রদে পানির লেশমাত্রও থাকে না।

এই ঊষর, প্রাণহীন বালির প্রান্তরে এত সবুজের অস্তিত্বের কারণ কী? প্রকৃতির এই বিপরীতধর্মী আচরণের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? প্রকৃতির কোনো খামখেয়ালি আচরণে ভোল বদলে গেল মরু সাহারার?

সাহারার এই পরিবর্তিত রূপের নেপথ্যে রয়েছে এক ঘূর্ণিঝড়। যার জেরে পাল্টে গেছে সাহারার একাংশের ছবি। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে গত ৭ এবং ৮ সেপ্টেম্বর সাহারা মরুভূমির উত্তর-পশ্চিমাংশে বৃষ্টি হয়েছে।

অতিক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপে সেপ্টেম্বরের শুরুতে ভারি বৃষ্টি হয়েছে সাহারা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলে। আর তাতেই কার্যত সবুজের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আফ্রিকার বিষুবরেখার উত্তরে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যায়। পৃথিবী যত বেশি উষ্ণ হচ্ছে ততই উত্তরে সরে যাচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জ়োন বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলের সীমানা।

জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু সংক্রান্ত গবেষক কার্স্টেন হাউস্টেইন জানিয়েছেন, সীমানাটি এই বছর সাধারণের চেয়ে অনেক বেশি উত্তরে সরে গেছে। তাই স্বাভাবিকের চেয়ে দুগুণ থেকে ছয় গুণ বেশি আর্দ্র হয়ে উঠছে সাহারা। এছাড়া গোটা পৃথিবীতে এল নিনো (উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন) থেকে লা নিনোর (বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ) রূপান্তরের প্রভাব তো রয়েছেই।

মৌসুমি ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে। এমনকি মাঝেমধ্যে বন্যাও দেখা দিচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষকেরা। 

মরক্কো, আলজিরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার মতো যে সব অঞ্চলে বৃষ্টি প্রায় হয়ই না, সে সব অঞ্চলগুলো কার্যত ভেসে যাওয়ার উপক্রম হয়েছে।

বিশেষত মরক্কো এবং আলজেরিয়ার ওই শুষ্ক জায়গাগুলোতে এক বছরে যতটা বৃষ্টি হয়, তা দু’দিনেই হয়ে গেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। চাঁদ, সুদান এবং এরিট্রিয়ার কিছু অংশে বৃষ্টিপাত সবচেয়ে বেশি পরিমাণে বেড়েছে।

পৃথিবীর বুকে আফ্রিকার উত্তর অংশই রুক্ষতম। কিন্তু এবার সেপ্টেম্বর মাসে অন্য বছরের তুলনায় পাঁচ গুণ বেশি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় বন্যাও হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বের উষ্ণতা বেড়ে পরিবেশগত পরিবর্তন আসছে। তার ফল ভোগ করছে সাহারাও। অবশ্য এতে শাপে বর হয়েছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমিটির।

পৃথিবী যত বেশি উষ্ণ হবে, দিনের পর দিন সাহারায় তত সবুজায়ন হবে। চলতি বছরের জুনে নেচারে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, আগামী কয়েক দশকে সাহারার জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসতে থাকবে। সাহারায় সবুজের পরিমাণও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জলবায়ু গবেষকেরা।

উডল হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট পিটার ডি মেনোকাল জানিয়েছেন, ভারি বৃষ্টি হলে বালির আস্তরণ সরে গিয়ে মাটি বেরিয়ে যায়। সেই সুযোগেই অনুকূল পরিবেশ পেয়ে সবুজ গাছপালা মাথাচাড়া দিয়ে ওঠে।

খ্রিস্টপূর্ব ২৫০০ সাল থেকে বর্ষা ক্রমশ দক্ষিণে সরে যেতে শুরু করে, বৃষ্টির অভাবে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয় সাহারা।

তবে মালি, নাইজেরিয়া, বুরকিনা ফাসো, এমনকি পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের কৃষকেরা গত তিন দশকে নিজেদের চেষ্টায় কয়েক কোটি গাছ লাগিয়েছেন। সাহারা মরুভূমির অগ্রগতিকে থামিয়ে দিতে অনেকটাই সক্ষম হয়েছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা