img

আনজুমান আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভায় উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

প্রকাশিত :  ১৬:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আনজুমান আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভায় উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

মোজাম্মেল আলী, কার্ডিফ (ইউকে)ঃ আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের এক সভা ২৯ সেপ্টেম্বর রবিবার কার্ডিফ জালালিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

শাখার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, আসকর আলী, শেখ আতিকুজ্জামান, কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, জিলু মিয়া, আবু বকর, হাফিজ মাওলানা জালাল উদ্দিন, কিবরিয়া শাহ, ক্বারী মোজাম্মেল আলী, আব্দুস সামাদ, কামরুল ইসলাম বাবু সহ প্রমুখ।

সভায় নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার গুরুত্বারোপ করে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে একটি উইকেন্ড দারুল কিরাত মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।