img

পতিত স্বৈরাচারের দোসররা ঠাঁই পেলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা কমিটিতে!

প্রকাশিত :  ১৯:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:৫৪, ০১ অক্টোবর ২০২৪

পতিত স্বৈরাচারের দোসররা ঠাঁই পেলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা কমিটিতে!

পতিত স্বৈরাচার ও গণহত্যার দায়ে অভিযুক্ত সংগঠন আওয়ামী লীগ-যুবলীগের দোসররা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা কমিটিতে ঠাঁই পেয়েছে বলে অভিযোগএসেছে। গুটিকয়েক ব্যক্তির অপতৎপরতায় মাত্র চার-পাঁচটি বাড়ির লোকজন দ্বারা গঠিত রাজধানীর গুরুত্বপূর্ণ এই থনা কমিটি গ্রহণযোগ্যতা ও সামগ্রিকতা হারিয়েছে বলে অনেকের অভিযোগ। 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাথে জড়িত সূত্রাপুর এলাকার কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি ও সংগঠনটির সাধারণ কর্মীবর্গ জনমতকে বলেন, তথাকথিত এই কমিটির সভাপতি উত্তম দাসের সহোদর ভাই এই এলাকার যুবলীগের নেতা, যাদের তাণ্ডব ও আঘাতের ক্ষত এখনো শুকায় নি। এছাড়া এই কমিটির দেবু ঘোষ, হৃদয়কর দাস, পঙ্কজ সরকার, অনুপম সরকার, রাজীব সাহা, সৌরভ দে, পান্না দাস, লাকী সরকার, বিজয় মণ্ডল, রূপক মজুমদার প্রমুখ সরাসরি আওয়ামী রাজনীতির সাথে জড়িত।  

 (ছবি: সেই কমিটি, যাদের অধিকাং নেতাই পতিত স্বৈরাচারী আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।) 

(ছবি: পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের বিগত একতরফা ডামী নির্বাচনের একটি নির্বাচনী সভা, যেখানে  আলোচিত কমিটিতে স্থান পাওয়া একাধিক ব্যক্তি রয়েছেন।)   


অভিযোগকারীগণ আরো বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষাকল্পে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এতে স্বৈরাচারী, খুনী আওয়ামী সংগঠনের লোকজনের অনুপ্রবেশ ঘটলে সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষা তো দূরের কথা নানাবিদ ষড়যন্ত্রে জড়িয়ে এরা দেশ ও সমাজ উভয়েরই সর্বনাশ ডেকে আনবে।  এ ধরনের কমিটির আশু বিলুপ্তি ঘটিয়ে আওয়ামী দালালমুক্ত, দেশপ্রেমিক ও যোগ্যদের দিয়ে কমিটি পুনর্গঠন করা অত্যন্ত জরুরি।

তাই  সংশ্লিষ্ট সচেতন মহল এই বৃহৎ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা যেন এই অভিযোগের সত্যতা যাচাই করে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

img

জাতীয় কবির নাতি অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত :  ০৮:১২, ১৮ জানুয়ারী ২০২৫

রাজধানীর বনানীতে নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীতে তাঁর বাড়ির বাথরুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, যতটুকু জানতে পেরেছি, বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে এই দগ্ধের ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ এর আরও খবর