img

আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৮:৩৫, ১০ অক্টোবর ২০২৪

আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামে আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর  বেলা ২ টায় আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুজ্জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা ও দায়রা জজ ও শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মুহাম্মদ নিপু বলেন, ইসলামি প্রতিষ্ঠান আমাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি যেন এ প্রতিষ্ঠানের যে সুনাম আছে সে সুনাম যেন আগামিতেও অক্ষুন্ন থাকে। আর যাঁরা এ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দান করেন। আর আমাদের ছাত্রদেরকে যেন ধৈর্য ধারণ করে একটি সুষ্টু সুন্দর জীবন গড়ার শক্তি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও কলামিস্ট দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দাসউরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজমুল ইসলাম, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মাস্টার জিয়াউল ইসলাম, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ ।

সমাপনী বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুজ্জামান বলেন, এই কুরআনের উৎসব আবহ আবিষ্ট হোক সকলের মনে। সকলের সহযোগিতা চাই। জয় হোক, মুসলিম জাগরণের।

২০০৬ সাল থেকে চলমান আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ফলাফল বর্ণনা দিয়ে প্রতিষ্ঠানের বিবরণ তোলে ধরেন হাফিজ মৌলানা হোসাইন আহমদ। অত:পর অতিথিদের কাছ থেকে মেধাবীরা সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল মান্নান।

img

মৌলভীবাজারে ভাবী খুনের ৯ ঘন্টার মধ্যে দেবর আটক

প্রকাশিত :  ১৩:৫৪, ১৭ জানুয়ারী ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার ৯ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মঞ্জুর মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের নির্দেশনায় এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া (৪২) উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাজার লাইন এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসলে ঘাতক ঘাতক পালিয়ে যায়। গুরুতর আহত মহিলাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুন হওয়া নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী। খুন করে পালিয়ে যাওয়া মঞ্জুর মিয়াকে ঘটনার ৯ ঘন্টা পর আটক করে পুলিশ। এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর