img

বাংলা গানে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ

প্রকাশিত :  ১০:৫৩, ১০ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:৫৮, ১০ অক্টোবর ২০২৪

বাংলা গানে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাজ্যের সার্বজনীন রানি দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় যাবত ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান। অবশেষে ৯৬ বছর বয়সে ১৯২২ সালের ৮ সেপ্টেম্বর চিরবিদায় নেয়ার মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটে। রানির প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের রাস্তায় নেমেছিল মানুষের ঢল। রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের এই লাইন প্রায় সাত কিলোমিটার লম্বা হয়। ব্রিটেনের বিভিন্ন জায়গা এমনকি সারা বিশ্ব থেকে দলে দলে লোক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন রানিকে এক নজর দেখার জন্যে।

বাংলাদেশী বংশদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ড. আনোয়ারুল হক রানির দীর্ঘ এই কীর্তিময় জীবনের সাফল্যগাঁথা বর্ণনা করেছেন তাঁকে নিয়ে লেখা একটি বাংলা গানের মাধ্যমে। রানীকে নিয়ে লেখা বাংলা গান সম্ভবত এটিই প্রথম। এ গানটি বাংলা গানের জগতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা যায়। গানের কথায় রানির বর্ণময় জীবনের স্মৃতিচারণ করা হয়েছে।  

ড. আনোয়ারুল হক বিলেতে বাংলা সংস্কৃতির অঙ্গনে একটি অতি পরিচিত নাম। গানের কথা ইংরেজীতে সাবলীল ভাবে অনুবাদ করেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম ওবিই ডিএল। কলকাতার বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী শ্রদ্ধাভাজন রানিকে নিয়ে লেখা এই গান এক মাধুর্যপূর্ণ সুরে পরিবেশন করেছেন। কলকাতার ঐতিহ্যবাহী কোম্পানি বিঠোফেন রেকর্ডস গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।

ড. আনোয়ারুল হক বলেন “গানটি রচনা করার পর অনেকদিন এগুতে পারি নি। বছর খানেক আগে বন্ধুবর সৌম্যেন অধিকারীকে পেয়ে লেখাটি তার সঙ্গে শেয়ার করি। তিনি লেখাটি পড়েই ভীষণ উৎসাহিত বোধ করেন এবং গানটির সুর করার জন্যে আগ্রহ প্রকাশ করেন।”

তিনি আরও বলেন “এভাবেই এই ঐতিহাসিক কাজটির যাত্রা শুরু হয় আর এর পূর্ণতা আসে বিঠোফেন রেকর্ডস কোম্পানির ততোধিক আগ্রহের কারণে। এই গানকে ইংলিশ শ্রোতাদের বোধগম্য করে তোলার জন্যে রানির দে’য়া ওবিই খেতাব প্রাপ্ত ড. নাজিয়া খানম উচ্চমানের সাবটাইটেল করে গানের মাত্রাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এ কজের সঙ্গে জড়িয়ে যারা আজ ইতিহাস সৃষ্টি করলেন তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি এ গান সবার ভালো লাগবে, জায়গা করে নেবে সবার হৃদয়ে।”

কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা করেছে

প্রকাশিত :  ১৭:৫৮, ১৬ জানুয়ারী ২০২৫

আনসার আহমেদ উল্লাহ: ইন্টারন্যাশনাল হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইএইচডিএফ) তাদের সম্প্রসারিত গ্লোবাল মেডিকেল আউটরিচ প্রোগ্রাম ঘোষণা করেছে, যা ৩-১৪ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১৪ জানুয়ারী লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী বাংলাদেশ হেলথ ট্যুরের সাফল্যের উপর ভিত্তি করে, আইএইচডিএফ বাংলাদেশ এবং ঘানা উভয়কেই অন্তর্ভুক্ত করার জন্য তার পরিধি বাড়িয়েছে। মেডিকেল ক্যাম্পগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে গাজীপুর, বরিশাল এবং সিলেটের শোদোর, বোলদি এবং ওসমানী নগর অঞ্চল। ঘানায়, দলটি ডিডাসো এবং দুয়াসিতে পরিষেবা প্রদান করবে।

ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি দল স্থানীয় চিকিৎসা কর্মীদের সাথে সহযোগিতা করে প্রতিটি স্থানে ৩০০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করবে। এই উদ্যোগটি আইএইচডিএফের মানবিক স্বাস্থ্যসেবা প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের প্রতিনিধিত্ব করে।

এই প্রকল্পটি একাধিক সংস্থার সমর্থন পেয়েছে, যার মধ্যে দ্য নিকাহ সেন্টার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। অতিরিক্ত পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে মাই ম্যারেজ রকস, কুতু চাঁদ ফাউন্ডেশন, এসএনএডি ফাউন্ডেশন, বাংলাদেশ মেডিকেল রিলিফ ফাউন্ডেশন (বিএমআরএফ), ডোনেট ফর গুড, ব্লুপাই সলিউশনস, এসসিবি গ্লোবাল এবং আব্দুল মুক্তাদির ফটোগ্রাফি।

প্রেস কনফারেন্স আইএইচডিএফ টিমের পক্ষে বক্তব্য রাখেন চেয়ারম‍্যান ডাঃ কাউসার হক জেনারেল সেক্রেটারি শাহাদৎ হোসাইন, ট্রেজারার ডাঃ আলিম উদ্দিন, মিডিয়া অফিসার, মোঃ আখলাকুর রহমান পান্না, লিড ফার্মাসিসট সাইমা চৌধুরী ও গ্লোবাল ডেভেলপমেন্ট অফিসার আক্তারুজা্জামান ।

সংবাদ সম্মেলনে, আইএইচডিএফ প্রতিনিধিরা দাতা, স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা এই আন্তর্জাতিক চিকিৎসা অভিযানকে সম্ভব করে তুলেছেন।


 

কমিউনিটি এর আরও খবর