img

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬১, মোট নিহত ছাড়াল ৪২ হাজার ১০০

প্রকাশিত :  ০৬:০০, ১২ অক্টোবর ২০২৪

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬১, মোট নিহত ছাড়াল ৪২ হাজার ১০০

দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় মোট নিহত হয়েছেন ৬১ জন এবং আহত হয়েছেন আরও ২৩১ জন। এতে গত এক বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে এবং আহতের সংখ্যা ৯৮ হাজার ১১৭ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত ৪টি এলাকায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেট।

“নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না,\" বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে তারা।

এই জিম্মিদের উদ্ধার এবং হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ভয়াবহ এ অভিযান থামানো এবং হামাস-ইসরায়েলের মধ্যে সমঝোতার জন্য গত এক বছরে ব্যাপকভাবে চেষ্টা করেছে মধ্যস্থতাকারী ৩ দেশ কাতার, মিসর. যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সেসব চেষ্টার প্রায় সবই ব্যর্থ হয়েছে।

কারণ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত গাজায় অভিযান চলবে এবং নিজের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।

তবে পরিসংখ্যান বলছে, ইসরায়েলি বাহিনীর এক বছরের অভিযানে গাজায় নিহতদের অধিকাংশই শিশু, নারী এবং বেসামরিক লোকজন।



img

ইমরান খানের আল-কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ এখন আমার হাতে, বললেন মরিয়ম

প্রকাশিত :  ০৫:৫৫, ১৮ জানুয়ারী ২০২৫

১৯০ মিলিয়ন পাউন্ড আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের এমন রায়ের পরপরই খানের প্রতিষ্ঠিত আল-কাটির ভার্সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

আজ শুক্রবার মামলার রায় ঘোষণার পর ইমরান খানের প্রতিষ্ঠিত আল-কাদির ভার্সিটি ‘এখন আমার নিয়ন্ত্রণে’ বলে ঘোষণা দেন মরিয়ম।

মরিয়ম ওকারা বিশ্ববিদ্যালয়ে হোনহার স্কলারশিপ প্রোগ্রামের এক অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, ‘আদালত ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলার রায়ের পরে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সরকারের কাছে হস্তান্তর করেছে।’

এদিকে একটি জবাবদিহিতা আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা খানকে ১৪ বছরের সাজা এবং তার স্ত্রীকে মোটা অংকের জরিমানার পাশাপাশি সাত বছরের সাজা দিয়েছে।

রায় অনুসারে, সাবেক প্রধানমন্ত্রী ‘দুর্নীতিমূলক অনুশীলন’ এবং ‘কর্তৃত্বের অপব্যবহারের’ জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। সেই সঙ্গে সাবেক ফার্স্ট লেডিকে খানের সঙ্গে ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

রায় ঘোষণার পর বিচারক, কর্তৃপক্ষকে আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটির হেফাজত সিএম মরিয়মের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ফেডারেল সরকারের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন।

আল-কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা ভার্সিটিতে ধর্মীয় এবং প্রচলিত শিক্ষা পাবেন এবং আমি তাদের বৃত্তি এবং ল্যাপটপ প্রদান করব।’

মরিয়ম আরও বলেন, ‘আমি পেট্রোল বোমা নয়, আমাদের বাচ্চাদের বৃত্তি দিতে চাই। যে শিশুদের পেট্রোল বোমা দেওয়া হয়েছে তারা এখন কারাগারে রয়েছেন। তারা পুলিশকে আক্রমণ করত। সোশ্যাল মিডিয়ায় তারা যায় দেখুক না কেন তা অন্ধভাবে বিশ্বাস করতে তাদের উত্সাহিত করা হয়েছিল।’

বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে মরিয়ম বলেন, ‘আপনাদের শক্তি আমার প্রয়োজন কারণ; আপনারাই আমার মূল শক্তি। এই প্রদেশে উন্নয়ন আনতে, আমি আপনার উৎসর্গের উপর নির্ভর করি।’