img

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৬৬০

প্রকাশিত :  ১৪:৩৪, ১৩ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৭:০১, ১৩ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৬৬০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮৫৩ জন, বাকি ১ হাজার ৭৫৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।


img

জাতীয় কবির নাতি অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত :  ০৮:১২, ১৮ জানুয়ারী ২০২৫

রাজধানীর বনানীতে নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীতে তাঁর বাড়ির বাথরুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, যতটুকু জানতে পেরেছি, বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে এই দগ্ধের ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ এর আরও খবর