img

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অভিনেত্রী সারা

প্রকাশিত :  ০৮:১০, ১৬ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:৪৩, ১৬ অক্টোবর ২০২৪

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অভিনেত্রী সারা

ভারতীয় অভিনেত্রী ও সঞ্চালক সারা হিন্দু ধর্মের অনুসারী। তবে ব্যক্তিগত জীবনে আরফিন খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। কিন্তু নিজের ধর্ম পরিবর্তন করায় বিতর্কের মুখে পড়েছেন সারা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৮তম সিজনে অংশ নিয়েছেন সারা ও আরফিন খান দম্পতি। এ শোয়ের আরেক প্রতিযোগী করনবীর মেহরা দাবি করেন, আরফিন খান জোর করে ধর্মান্তরিত করেছেন সারাকে। এরপর আরফিন এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তার মতে, আমার জন্য ধর্মান্তরিত হতে আমার স্ত্রীকে কখনো জোর করিনি। কিন্তু তারপরও এ নিয়ে বিতর্ক থেমে নেই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কোনো চাপে পড়ে নয়, বরং পড়াশোনা করে নিজ সিদ্ধান্তে তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি।

এর আগে সারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তিনি বলেন, আমার অনেক মুসলিম বন্ধু-বান্ধব রয়েছে। ধর্ম নিয়ে আয়োজিত অনেক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমি বাইবেল পড়েছি, গীতা পড়েছি, কোরআন পড়েছি। যখন ধর্মের কথা আসে, তখন সঠিক বা ভুল বলে কিছু নেই। শুধু একটা ডাক আছে। আমার হৃদয় যে দিকে যেতে বলেছে, আমি কেবল তাই অনুসরণ করেছি। আরফিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ ব্যাখ্যা করে সারা বলেন, আমি আরফিনকে বিয়ে করব কিনা, তা নিশ্চিত ছিলাম না। কারণ আরফিন মুসলিম আমি হিন্দু। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল।


img

পৌনে ১ কেজি স্বর্ণ জব্দ, অভিনেত্রী যুথীসহ আটক ২

প্রকাশিত :  ০৯:১৪, ০৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, গলার চেইনসহ প্রায় পৌনে এক কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। 

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন । 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসার একটি বিমানে তল্লাশী চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। 

আটককৃত যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা যুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। 

পরে তাদের আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে তারা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান। 

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।