img

কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:৫৫, ২৩ অক্টোবর ২০২৪

কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে ও আনন্দঘন পরিবেশে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে লন্ডন মুসলিম সেন্টারের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা শামসুল হক এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম হীরা। 

অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মুজিবুর রহমান মুজিব। সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম হীরা ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, কাউন্সিলর মুশতাক আহমেদ, কাউন্সিলর ফারুক আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি জেনারেল তাইসির মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলি, সাবেক নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর ভাইস চেয়ারম্যান শামসুল হক, নির্বাহী কমিটির সদস্য ডাঃ মুহাম্মদ আলী, আলহাজ্ব আতিক মিয়া, মাফিজুর রব, মাওলানা মুসলেহ উদ্দিন ও ফারুক আহমেদসহ কাউন্সিল অফ মস্ক এর ৫৯ টি মসজিদের প্রতিনিধিবৃন্দ। উনুস্টানে কাউন্সিল অব মস্ক উদ্যোগে টাওয়ার হ্যামলেটেআ এর ৫৩টি মসজিদ নিয়ে নতুন প্রকাশিত ডাইরেক্টরী ও সকল মসজিদের স্থান চিহ্ণিত একটি ম্যাপ ও ওয়েবসাইট এর লঞ্চিং করেন প্রধান অতিথি মেয়র লুতফুর রহমান।৫৩টি মসজিদের উন্নয়ন ,সেতু বন্ধন, একতা, নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব পালনে সহযোগিতা করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, বারার বাসিন্দাদের অন্যতম সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসে মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। মসজিদ ভিত্তিক এই সংগঠন সব সময় সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাউন্সিলের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল অফ মস্কসহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল দায়িত্ব পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করব। 

তিনি আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে ৪,৬৯৬ পেনশনধারী — যাঁরা কেন্দ্রীয় সরকারের কর্তনের কারণে উইন্টার ফুয়েল পেমেন্ট অর্থাৎ শীতকালীন জ্বালানি সহায়তা পাবেন না, তাঁরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক প্রবর্তিত নতুন একটি অনুদানের জন্য যোগ্য হবেন।

প্রায় ৫হাজার পেনশনীরকে শীতকালীন জ্বালানি ভাতা হিসেবে ব্যক্তি প্রতি ১৭৫ পাউন্ড ডিসেম্বর মাসে প্রদান করা হবে। কাউন্সিল এই তহবিলের জন্য প্রায় ১ মিলিয়ন পাউন্ড সংরক্ষিত করেছে।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “শিক্ষা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং লাইফলং লার্নিং বা জীবনব্যাপি শিক্ষায় সহযোগিতা করা আমার প্রশাসনের অন্যতম একটি অগ্রাধিকার। তরুণদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য সহযোগিতাকরা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নেতা হওয়ার উপযোগী টুলস বা সরঞ্জাম তাদেরকে দেওয়া খুবই অত্যাবশকীয়।”

তিনি আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে এ পর্যন্ত দুই হাজার ড্রাগ ডিলার ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে ।বর্তমানে দুই হাজার ড্রাগ আসক্তদের চিকিৎসার মাধ্যমে পূনর্বাসনের প্রক্রিয়া চলছে। ডাইরেক্টর ও পুলিশকে ড্রাগ প্রতিরোধে ব্যাপক তত্পরতা চালানোর আহ্বান জানাচ্ছি এবং কমিউনিটিকে এগিয়ে আসার অনুরোধ করছি। টাওয়ার হ্যামলেটেস কে পরিস্কার পরিচন্ন রাখার জন্য ব্যাপকভাবে কর্মসূচি নেয়া হয়েছে, এব্যাপারে বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়। 

সভাপতির বক্তব্যে মাওলানা শামসুল হক বলেন আর্থিক সংকটের মধ্যেও বিভিন্নভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য কাউন্সিল অব মস্কের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিগত বছরগুলোতে যেসব ভালো কাজ হয়েছে তার কৃতিত্ব সংগঠনের সকল সদস্যেদের। তাঁরা আমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা সেবা করতে পেরেছি।” 

এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বিগত বছরগুলোর ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলকে কাউন্সিল অব মস্কের পাশে থাকার অনুরোধ জানান।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।