img

বাংলাদেশে ‘লাভিং পিপল’ টিম এর বাউন্টি প্যাক বিতরণ কর্মসূচি

প্রকাশিত :  ১৩:৩৯, ২৩ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:১৬, ২৩ অক্টোবর ২০২৪

বাংলাদেশে ‘লাভিং পিপল’ টিম এর বাউন্টি প্যাক বিতরণ কর্মসূচি

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘লাভিং পিপল’ বাংলাদেশের পূর্বাঞ্চলে এবারকার ভয়াবহ বন্যায় আক্রান্তদের সহযোগিতা কার্যক্রম সম্পন্ন করে এবার এক ব্যতিক্রমধর্মী সহযোগিতা কর্মসূচি পরিচালনা করছে। ‘লাভিং পিপল’ এর টিম দারিদ্য পিড়ীত পরিবারের মা ও নবজাতকগণের সহায়তায় তাদের মধ্যে বাউন্টি প্যাক বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় অর্ধেক মা এবং নবজাতক জন্মের সময় তাৎক্ষণিক প্রয়োজনীয় যত্ন এবং সহায়তা পান না। জন্মের সময় এবং জীবনের প্রথম সপ্তাহে কার্যকর যত্ন এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করা হলে নবজাতকের মৃত্যুর হার দুই তৃতীয়াংশ পর্যন্ত প্রতিরোধ করা যেতে পারে।

স্বনামধন্য সহযোগিতা সংস্থা ‘লাভিং পিপল’ বাংলাদেশে মা এবং নবজাতকের জন্য বাউন্টি প্যাকের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং যেসব পরিবারের সবচেয়ে বেশি প্রয়োজন এমন মা এবং শিশুর মধ্যে তা বিতরণ করছে।