গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। নিহত রিমন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচা মজির উদ্দিন ও রিমন আহমদের পরিবারের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দু\'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিমন আহমদের চাচা মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, বিস্তারিত জানতে পারিনি। আসামি ধরার জন্য বাইরে রয়েছি।