img

গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত :  ২০:৫৬, ২৫ অক্টোবর ২০২৪

গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

 সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। নিহত রিমন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচা মজির উদ্দিন ও রিমন আহমদের পরিবারের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দু\'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিমন আহমদের চাচা মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, বিস্তারিত জানতে পারিনি। আসামি ধরার জন্য বাইরে রয়েছি।

সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, দুই বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত :  ০৮:১২, ০৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ০৮ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) রাতে শহরতলীর মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেই যুবলীগ নেতার নাম শেখ রুমেল আহমদ। তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি।

অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মৃতরা হলেন- সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫)।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


সিলেটের খবর এর আরও খবর