img

বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

প্রকাশিত :  ১৫:১০, ২৬ অক্টোবর ২০২৪

বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন মোটে ৫ ভোট। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন ভোট দিতে আসেননি।

ভোটারের সংখ্যা নিশ্চিত করেছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।

বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি এসএ সুলতান। তার স্থলাভিষিক্ত হন কাজী সালাউদ্দিন। টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতি পদে ছিলেন তিনি। ব্যাপক বিতর্কের মুখে এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি হলেন তাবিথ। আগের দুই সভাপতির চেয়ে ভোটের হিসেবে তাবিথ-ই এগিয়ে। 

এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ। এবারের নির্বাচনে তাবিথের জয় অনেকটাই নিশ্চিত ছিল। কারণ সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়ান তরফদার রুহুল আমিন। মিজানুর রহমান যে তাবিথের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন না, তা অনেকটা অনুমেয় ছিল।

img

কার্লোর চাকরি বাঁচিয়ে বড় জয় এনে দিলেন এনড্রিক

প্রকাশিত :  ০৬:৩০, ১৭ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৩১, ১৭ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপরই লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির চাকরির সুতোয় টান পড়ে। সংবাদ মাধ্যম দাবি করেছিল, কোপা দেল রে’র ফলাফলের ওপর নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য। 

ওই ভাগ্য পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুম জুড়ে ভোগানো রক্ষণের ভুলে শেষ দিকে জোড়া গোল খেয়ে ম্যাচ ২-২ সমতা হয়ে যায়। অতিরিক্ত সময়ে বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে জোড়া গোল করে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়ালকে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন। 

বৃহস্পতিবার রাতের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস ৪৮ মিনিটে ব্যবধান ২-০ করেন। ৮৩ মিনিটে জোনাথন বাম্বা ও ৯১ মিনিটে পেনাল্টি থেকে মার্কো অ্যাসেনসিও গোল করে সেল্টা ভিগোকে ২-২ গোলের সমতা এনে দেন। 

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এমবাপ্পের বদলি হয়ে ৭৯ মিনিটে মাঠে নামেন এনড্রিক। এরপরই দুই গোল খাওয়া রিয়ালকে তিনিই উদ্ধার করেন। ১০৮ মিনিটে এনড্রিকে দলকে লিডে ফেরান। ১১২ মিনিটে গোল আসে রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের পা থেকে। শেষ বাঁশির এক মিনিট আগে এনড্রিকে রিয়ালের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।