বিনিয়োগকারীদের স্বপ্ন ভাঙার শব্দে নিথর শেয়ার বাজার
রেজুয়ান আহম্মেদ
শেয়ার বাজারের এই ক্রান্তিকালে বিনিয়োগকারীদের অবস্থা যেন এক তীব্র বেদনার গল্প হয়ে উঠেছে। প্রতিদিন সূর্যের আলো ফোটে ঠিকই, কিন্তু শেয়ার বাজারের দর যেন সেই আলোকে ঢেকে দেয় এক অন্ধকারে। স্বপ্ন ভাঙার শব্দে প্রতিদিন মুখরিত হয় এই বাজার। একেকটি শেয়ারের দাম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় একজন বিনিয়োগকারীর জীবনের সব সঞ্চয়, তার সব আশা।
এই সব ছোট বিনিয়োগকারীরা, যাদের স্বপ্ন ছিল নিজেদের সামান্য উপার্জন একটু বাড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানো, তারা এখন নিঃস্ব হয়ে পড়ছেন। কেবল কয়েকটি শেয়ারের দর বাড়লেই বদলে যাবে তাদের জীবনের চিত্র, এমনই ভেবেছিলেন তারা। কিন্তু আজকের বাজারে যেন সেই স্বপ্নগুলো শুধুই বালির উপর আঁকা ছবি—যে ছবি এক ঝড়ে হারিয়ে যায়, পড়ে থাকে এক বুক হতাশা আর বিষণ্ণতা।
কিন্তু বিনিয়োগকারীদের এই নিঃস্বতার মঞ্চে শুধু যে বাজারের পতনই দায়ী, তা নয়। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে বারংবার অস্থিরতার সৃষ্টি, বাজারের পতন রোধে সুদৃঢ় পদক্ষেপের অভাব, আর শেয়ার বাজারের নিয়ন্ত্রণ শক্তিশালী গোষ্ঠীগুলোর হাতে চলে যাওয়া—সবমিলিয়ে আজ বিনিয়োগকারীদের আস্থা শূন্যে এসে দাঁড়িয়েছে। তাদের মাথার উপর কেবলই ভাঙনের শব্দ আর বুকের ভিতর জমছে গভীর এক ক্ষোভ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত না হওয়ার ফলে প্রতিদিন তারা একে একে হারাচ্ছেন জীবনের স্বপ্নগুলো।
এই অন্ধকারে কিছুটা আলোর আশা নিয়ে তাকিয়ে থাকে তারা সরকারের দিকে। তাদের চাওয়া, হয়তো একদিন সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করবে। হয়তো একদিন এই দুর্দশার অবসান হবে। হয়তো একদিন তারা নিজেদের হারানো স্বপ্নগুলো আবার খুঁজে পাবেন, খুঁজে পাবেন নতুন এক সকাল।