‘বিসমিল্লাহ ইউকে’র উদ্যোগে চ্যারেটি ডিনার অনুষ্ঠিত
চ্যারিটি সংস্থা ‘বিসমিল্লাহ ইউকে’র উদ্যোগে গত ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার ইস্ট লন্ডনের মেনর পার্কস্থ রয়েল রিজেন্সি হলে এক চ্যারেটি ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিসমিল্লাহ চ্যারিটির জেনারেল সেক্রেটারি সায়েম রহমান ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দুর্গত এলাকায় টিউবওয়েল স্থাপন, ফুডস প্যাক্ড বিতরণ, চোখের ছানি অপারেশন ইত্যাদি বিষয় নিয়ে ফান্ড রেইজ অনুষ্ঠিত হয় ।
চ্যারেটি ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিসমিল্লাহ ইউকে চ্যারাটির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান, বিসমিল্লাহ ইউকে চ্যারাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সল আহমেদ আখন্দ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ আতিকুল হোসেন, ট্রাস্টি আলহাজ্ব এম এ সেলিম, ভাইস চেয়ারম্যান মুবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ মুকিত, ক্যাশিয়ার আব্দুল বাছিত মাসুক।
আরো উপস্থিত ছিলেন রিজেন্সি হলের মালিক আব্দুল বারি, কাউন্সিলর ওয়াহিদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাসির আহমেদ সাহিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা. বিএনপি নেতা শরিফুজজামান তপন চৌধুরী, সরিফুজজামান বাবু, আব্দুল হানিফ, ডাক্তার সিরাজ আলী, বৃহত্তর সিলেট বিভাগ এডুকেশন ট্রাষ্টের সভাপতিসহ বৃটেনের কমিউনিটি লিডার, রাজনৈতিক সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন।