img

‘বিসমিল্লাহ ইউকে’র উদ্যোগে চ্যারেটি ডিনার অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৮:০৮, ২৭ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:০৬, ২৮ অক্টোবর ২০২৪

‘বিসমিল্লাহ ইউকে’র উদ্যোগে চ্যারেটি ডিনার অনুষ্ঠিত

চ্যারিটি সংস্থা ‘বিসমিল্লাহ ইউকে’র উদ্যোগে গত ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার ইস্ট লন্ডনের মেনর পার্কস্থ রয়েল রিজেন্সি হলে এক চ্যারেটি ডিনার অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠান পরিচালনা করেন  বিসমিল্লাহ চ্যারিটির জেনারেল সেক্রেটারি সায়েম রহমান ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দুর্গত এলাকায় টিউবওয়েল স্থাপন, ফুডস প্যাক্ড বিতরণ, চোখের  ছানি অপারেশন ইত্যাদি বিষয় নিয়ে ফান্ড রেইজ অনুষ্ঠিত হয় ।

চ্যারেটি ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিসমিল্লাহ ইউকে চ্যারাটির  প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান,  বিসমিল্লাহ ইউকে চ্যারাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সল আহমেদ আখন্দ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ আতিকুল হোসেন, ট্রাস্টি আলহাজ্ব এম এ সেলিম,  ভাইস চেয়ারম্যান মুবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ মুকিত, ক্যাশিয়ার আব্দুল বাছিত মাসুক।

আরো উপস্থিত ছিলেন রিজেন্সি হলের মালিক আব্দুল বারি, কাউন্সিলর ওয়াহিদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাসির আহমেদ সাহিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা. বিএনপি নেতা শরিফুজজামান তপন চৌধুরী, সরিফুজজামান বাবু, আব্দুল হানিফ, ডাক্তার সিরাজ আলী, বৃহত্তর সিলেট বিভাগ এডুকেশন ট্রাষ্টের সভাপতিসহ বৃটেনের  কমিউনিটি লিডার, রাজনৈতিক সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন।

কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা করেছে

প্রকাশিত :  ১৭:৫৮, ১৬ জানুয়ারী ২০২৫

আনসার আহমেদ উল্লাহ: ইন্টারন্যাশনাল হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইএইচডিএফ) তাদের সম্প্রসারিত গ্লোবাল মেডিকেল আউটরিচ প্রোগ্রাম ঘোষণা করেছে, যা ৩-১৪ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১৪ জানুয়ারী লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী বাংলাদেশ হেলথ ট্যুরের সাফল্যের উপর ভিত্তি করে, আইএইচডিএফ বাংলাদেশ এবং ঘানা উভয়কেই অন্তর্ভুক্ত করার জন্য তার পরিধি বাড়িয়েছে। মেডিকেল ক্যাম্পগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে গাজীপুর, বরিশাল এবং সিলেটের শোদোর, বোলদি এবং ওসমানী নগর অঞ্চল। ঘানায়, দলটি ডিডাসো এবং দুয়াসিতে পরিষেবা প্রদান করবে।

ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি দল স্থানীয় চিকিৎসা কর্মীদের সাথে সহযোগিতা করে প্রতিটি স্থানে ৩০০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করবে। এই উদ্যোগটি আইএইচডিএফের মানবিক স্বাস্থ্যসেবা প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের প্রতিনিধিত্ব করে।

এই প্রকল্পটি একাধিক সংস্থার সমর্থন পেয়েছে, যার মধ্যে দ্য নিকাহ সেন্টার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। অতিরিক্ত পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে মাই ম্যারেজ রকস, কুতু চাঁদ ফাউন্ডেশন, এসএনএডি ফাউন্ডেশন, বাংলাদেশ মেডিকেল রিলিফ ফাউন্ডেশন (বিএমআরএফ), ডোনেট ফর গুড, ব্লুপাই সলিউশনস, এসসিবি গ্লোবাল এবং আব্দুল মুক্তাদির ফটোগ্রাফি।

প্রেস কনফারেন্স আইএইচডিএফ টিমের পক্ষে বক্তব্য রাখেন চেয়ারম‍্যান ডাঃ কাউসার হক জেনারেল সেক্রেটারি শাহাদৎ হোসাইন, ট্রেজারার ডাঃ আলিম উদ্দিন, মিডিয়া অফিসার, মোঃ আখলাকুর রহমান পান্না, লিড ফার্মাসিসট সাইমা চৌধুরী ও গ্লোবাল ডেভেলপমেন্ট অফিসার আক্তারুজা্জামান ।

সংবাদ সম্মেলনে, আইএইচডিএফ প্রতিনিধিরা দাতা, স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা এই আন্তর্জাতিক চিকিৎসা অভিযানকে সম্ভব করে তুলেছেন।


 

কমিউনিটি এর আরও খবর