img

অভিনয়ে সাফল্য না পেয়েও বিশ্বের সবচেয়ে ধনী এই অভিনেত্রী

প্রকাশিত :  ০৭:১২, ২৮ অক্টোবর ২০২৪

অভিনয়ে সাফল্য না পেয়েও বিশ্বের সবচেয়ে ধনী এই অভিনেত্রী

সেলেনা গোমেজ, টেইলর সুইফট, রিয়ান্নার মতো বিশ্ব বিখ্যাত তারকাদের বিপুল অর্থ তার কাছে কিছুই নয়। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা টাইলার পেরির চেয়েও পাঁচ গুণ বেশি ধনী সেই অভিনেত্রী, যার নাম জামি গের্টজ।

জামি গের্টজ এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী, তার মোট সম্পদ ৮ বিলিয়ন মার্কিন ডলার। রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী পাঁচ তারকারা হলেন, জামি গের্টজ, টেইলর সুইফট, রিয়ান্না, সেলেনা গোমেজ এবং ম্যাডোনা। তবে অন্যরা জার্মির ধারেকাছেও নেই। টেইলর সুইফটের মোট সম্পদ ১.৬ বিলিয়ন ডলা, রিয়ান্নার ১.৪ বিলিয়ন ডলার এবং সেলেনা গোমেজের ১.৩ বিলিয়ন ডলার।

১৯৬৫ সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন জামি গের্টজ। ১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি ১৯৮৭ সালে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে ‘লেস দ্যান জিরো’-তে দারুণ অভিনয় করে সুপরিচিত হন। একই বছরে, ভ্যাম্পায়ার মুভি ‘দ্য লস্ট বয়েজ’-এ একটি প্রধান ভূমিকায় অভিনয় করেন।

অভিনেত্রী হিসেবে, জামি গের্টজ বক্স অফিসে খুব বেশি সাফল্য পাননি, তাই তিনি পার্শ্ব চরিত্রে কাজ করতে বাধ্য হন। ৯০-এর দশকে ‘টুইস্টার’ এর মতো সুপরিচিত সিনেমা এবং ‘অ্যালি ম্যাকবিল’ এর মতো টিভি শোতে অভিনয় করেন। সম্প্রতি, ২০২২ সালের ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’-এ একটি ক্যামিও করেছেন তিনি।

জামি গের্টজ-এর অভিনয় জীবনে তেমন সাফল্য পাননি না পেলেও ব্যবসায়িক বিনিয়োগের কারণে তিনি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী হয়ে উঠেছেন। ১৯৮৯ সালে, তিনি বিলিয়নেয়ার ব্যবসায়ী টনি রেসলারকে বিয়ে করেন। একসঙ্গে, তারা মিলওয়াকি ব্রুয়ার্স বেসবল দল এবং আটলান্টা হকস বাস্কেটবল দলকে এগিয়ে নিয়ে যান। এরই পাশাপাশি গের্টজ-এর বিভিন্ন ব্যবসায় উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, যা তার সম্পত্তিকে ব্যাপকভাবে বাড়িয়েছে।

img

সাইফ আলী খানের বাড়িতেই লুকিয়ে ছিলেন হামলাকারী

প্রকাশিত :  ০৫:৪৭, ১৭ জানুয়ারী ২০২৫

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে বলিউড তারকা সাইফ আলী খান এখন ভারতের মুম্বায়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিনেতার ওপর হামলার ঘটনায় তদন্ত করতে বিশেষ একটি টিম গঠন করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। আর এখানেই মিলেছে নতুন তথ্য। হামলার দুই ঘণ্টা আগের সিসিটিভি ফুটেজে অভিনেতার বাড়িতে কারো প্রবেশের দৃশ্য ধরা পড়েনি, অর্থাৎ সাইফের ওপর হামলাকারীরা অনেক আগেই বাড়িতে লুকিয়ে হামলার জন্য অপেক্ষা করছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ হামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে মধ্যরাতের পর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি অভিনেতার বাড়িতে। পুলিশের সন্দেহ, হামলাকারী বা হামলকারীরা আগেই সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন এবং ভেতরে লুকিয়ে ছিলেন।

অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তিঅভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সিসিটিভি ফুটেজ দেখা গেছে, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।

সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগিরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বুধবার মধ্যরাতে বান্দ্রার বাড়িতে ঘুমাচ্ছিলেন সাইফ আলী খানসহ পরিবারের সবাই। এ সময় এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।