img

স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

প্রকাশিত :  ০৫:২২, ৩১ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৬:০৬, ৩১ অক্টোবর ২০২৪

স্পেনে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

স্পেনে আকস্মিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। নিখোঁজ রয়েছে আরও কয়েক ডজন মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্পেন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টির কারণে দক্ষিণ-পূর্ব স্পেনে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা চলছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যার পানির তীব্র স্রোত সেতু এবং ভবন ভাসিয়ে নিয়ে যায়। মানুষকে নিজেদের রক্ষা করার জন্য ছাদে আশ্রয় নেয়। অনেকে গাছ আঁকড়ে ধরে রাখে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চরম পরিস্থিতির কারণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট কার্লোস ম্যাজন বলেছেন, এই পর্যায়ে চূড়ান্ত মৃতের সংখ্যার সঠিকভাবে বলা সম্ভব না। কারণ এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে। উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে ড্রোন ব্যবহার করছেন।

এদিকে, বন্যার কারণে ভ্যালেন্সিয়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এক শহরের সাথে অন্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অঞ্চলে সব ধরনের ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) মুষলধারে বৃষ্টির ফলে দক্ষিণ-পূর্ব স্পেনে আকস্মিক বন্যা শুরু হয়।


img

বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান!

প্রকাশিত :  ১৩:৩১, ০৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটেছে। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। এদিন ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান তিনি।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে, তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে।

সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে, বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন।

এর আগে, রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়’আত তাহরির আল-শাম বা এইচটিএস দামেস্ক দখল করে নিলে এ ঘটনা ঘটে।