img

জগন্নাথপুরে গরু চুরি মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রকাশিত :  ০৫:৫৯, ৩১ অক্টোবর ২০২৪

 জগন্নাথপুরে গরু চুরি মামলার ২ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের বুধবার (৩০ অক্টোবর) সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

তারা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের কদরিছ আলীর পুত্র জুনেদ হোসেন (৩০)। অপরজন, সুনামগঞ্জের ছাতক উপজেলার চানভরাং গ্রামের মৃত মোস্তফা আলীর পুত্র রুবেল আহমদ (৩৫)।

জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুইজন জগন্নাথপুর থানায় গরু চুরি ঘটনায় অভিযুক্ত। থানায় মামলা নং- ০১ ও ধারা ৩৭৯/৩৪, পেনাল কোড। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এস আই মো. শাহিন হোসেনের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, দুই বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত :  ০৮:১২, ০৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ০৮ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) রাতে শহরতলীর মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেই যুবলীগ নেতার নাম শেখ রুমেল আহমদ। তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি।

অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মৃতরা হলেন- সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫)।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


সিলেটের খবর এর আরও খবর