img

যুক্তরাজ্য জাসদের উদ্যোগে জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত :  ০৭:০৪, ০১ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্য জাসদের উদ্যোগে জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩১শে অক্টোবর, লন্ডন: আজ জাতীয় সমাজতান্ত্রিক  দল, জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী । ৫২ বছর আগে, ১৯৭২ সালের ৩১শে অক্টোবর সদ্য রনাঙ্গন থেকে ফেরত আসা এক ঝাঁক মুক্তিযুদ্ধাদের স্বপ্নের অসাম্প্রদায়িক,  সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ততকালীন রাজনৈতিক প্রেক্ষাপঠে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাসদের জন্ম হয়েছিল । অন্যায়, অত্যাচার, নিপীড়ন, গনতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারের বিরোদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জন্মলগ্ন থেকে জাসদের হাজার হাজার নেতা কর্মী হাসি মুখে উৎসর্গ করেছেন নিজেদের  মুল্যবান জীবনকে । তাই আজকের এই মহান দিনে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন জাসদের সেইসব বীর শহীদদের । 

জাসদের ৫২তম ( ১৯৭২-২০২৪) প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয় । সভার শুরুতে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর থেকে আজোবদী জাসদের যে সব নেতাকর্মী বিভিন্ন সময়ে খেঁটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় । 

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোকে বক্তব্যে রাখতে গিয়ে বক্তারা বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক পঠ  পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ভিন্নমতের রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানী এবং প্রহসন মূলক বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে । তারা বাঙ্গালী জাতির শ্রেষ্ট সন্তান, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষক, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবী করেন । বক্তারা আরো বলেন, দেশকে রাজনৈতিক অস্তিরতা থেকে ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব জনগনের দ্বারা নির্বাচিত সরকারের কাছে দেশকে হস্তান্তর করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান । 

আলোচনা সভায় অংশ নেন যথাক্রমে, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদ, সৈয়দ আবুল মনসুর লিলু, শামীম আহমদ, আলাউদ্দিন আহমদ মুক্তা, সালেহ আহমদ, রেদঁয়ান খাঁন, সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম, যুক্তরাজ্য বাসদ নেতা মোহাম্মদ শওকত । এছাড়া, টেকনিক্যাল কারনে ভার্চুয়েলী আলোচনায় অংশ নিতে না পেরে টেলিফোনে বক্তব্য পেশ করেন যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য ডঃ আবু মুস্তফা এবং এমরান আহমদ । 


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে চালু হলো সাঁতার শেখার স্কুল ‘বি ওয়েল—সুইম ওয়েল’

প্রকাশিত :  ১৯:০৭, ০৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে কাউন্সিলের লেজার সার্ভিসেস ‘বি ওয়েল’ ৪ ডিসেম্বর তাদের নতুন সাঁতার শিখন স্কুল ‘বি ওয়েল সুইম ওয়েল’ চালু করেছে। এই সুইম স্কুলের লক্ষ্য হল বাসিন্দাদের সাঁতারের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও নিরাপদ করে তোলা।

সুইম ইংল্যান্ডের লার্ন টু সুইম ফ্রেমওয়ার্ক অনুসরণ করে ‘বি ওয়েল সুইম ওয়েল’। এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সাঁতার প্রশিক্ষণ কাঠামো। এতে অন্তর্ভুক্তঃ
— দক্ষ ও সদ্য প্রশিক্ষিত প্রশিক্ষক।
— ছোট ছোট ক্লাস, যাতে মনোযোগ ও নির্দেশনায় বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব।
— সাঁতারের প্রতিটি ধাপের জন্য নির্ধারিত ক্লাস, বিশেষ করে বিশেষ শিক্ষা চাহিদা ও প্রতিবন্ধী (সেন্ড) শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ক্লাসের আয়োজন
— প্রতিটি ধাপের স্পষ্ট অগ্রগতি, যা একটি কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করে।
— প্রতিটি মাইলফলক উদযাপনে অফিসিয়াল সার্টিফিকেট।

৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সুইম ইংল্যান্ডের প্রতিনিধি জেমস প্যারামোর টাওয়ার হ্যামলেটসের সঙ্গে নতুন এই অংশীদারিত্ব এবং সাঁতারকে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অক্টোবরে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় গুলোর সঙ্গে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতার মাধ্যমে সুইম স্কুলের জন্য নতুন নাম ও মাসকট বাছাই করা হয়।

মে ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের ইনায়াহ রহমান ডিজাইন করেছে “বাবলস দ্য বি ওয়েল ডাক,” যা বি ওয়েল সুইম স্কুলের অফিসিয়াল মাসকট হিসেবে গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ওসমানী প্রাইমারি স্কুলের মুসা হোসেন তৈরি করে সুইম নিরাপত্তা সঙ্গী “অক্টোসেফ,” যা শিশুদের প্রয়োজনীয় সাঁতার নিরাপত্তা বিধি মেনে চলতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার বিজয়ী ও তাদের স্কুলের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হন।