যুক্তরাজ্য জাসদের উদ্যোগে জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৩১শে অক্টোবর, লন্ডন: আজ জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী । ৫২ বছর আগে, ১৯৭২ সালের ৩১শে অক্টোবর সদ্য রনাঙ্গন থেকে ফেরত আসা এক ঝাঁক মুক্তিযুদ্ধাদের স্বপ্নের অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ততকালীন রাজনৈতিক প্রেক্ষাপঠে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাসদের জন্ম হয়েছিল । অন্যায়, অত্যাচার, নিপীড়ন, গনতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারের বিরোদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জন্মলগ্ন থেকে জাসদের হাজার হাজার নেতা কর্মী হাসি মুখে উৎসর্গ করেছেন নিজেদের মুল্যবান জীবনকে । তাই আজকের এই মহান দিনে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন জাসদের সেইসব বীর শহীদদের ।
জাসদের ৫২তম ( ১৯৭২-২০২৪) প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয় । সভার শুরুতে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর থেকে আজোবদী জাসদের যে সব নেতাকর্মী বিভিন্ন সময়ে খেঁটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোকে বক্তব্যে রাখতে গিয়ে বক্তারা বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক পঠ পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ভিন্নমতের রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানী এবং প্রহসন মূলক বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে । তারা বাঙ্গালী জাতির শ্রেষ্ট সন্তান, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষক, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবী করেন । বক্তারা আরো বলেন, দেশকে রাজনৈতিক অস্তিরতা থেকে ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব জনগনের দ্বারা নির্বাচিত সরকারের কাছে দেশকে হস্তান্তর করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ।
আলোচনা সভায় অংশ নেন যথাক্রমে, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদ, সৈয়দ আবুল মনসুর লিলু, শামীম আহমদ, আলাউদ্দিন আহমদ মুক্তা, সালেহ আহমদ, রেদঁয়ান খাঁন, সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম, যুক্তরাজ্য বাসদ নেতা মোহাম্মদ শওকত । এছাড়া, টেকনিক্যাল কারনে ভার্চুয়েলী আলোচনায় অংশ নিতে না পেরে টেলিফোনে বক্তব্য পেশ করেন যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য ডঃ আবু মুস্তফা এবং এমরান আহমদ ।