‘বিনোদিনী’ রূপে রুক্মিণী মৈত্র
মহালয়ার সকালে প্রকাশ্যে এসেছিল প্রথম ঝলক। এবার কালীপুজোয় দেখা মিলল ধামাকা প্রোমো । মুক্তি পেল টলিউড অভিনেত্রী রুক্মিণী মিত্রের আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার (Binodini Teaser)। নয়া অবতারে পর্দায় ধরা দিলেন রুক্মিনী। চরিত্রের তাগিদে নিজেকে অনেকটা ভেঙেছেন অভিনেত্রী। তাঁকে দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়।
ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অপরদিকে, রাহুল বসুকে দেখা যাবে রঙ্গবাবুর চরিত্রে। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। বিনোদিনীর প্রেমিকের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওম সাহানিকে।
প্রসঙ্গত, বছর দুই আগে ‘বিনোদিনী- একটি নটির উপাখ্যান’ হিসেবে রুক্মিণীর লুক প্রকাশ্যে এসছিল। তাতে ‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্য তুলে ধরা হয়েছে। শ্রীচৈতন্য রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন রুক্মিনী।