img

সেনা ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৫

প্রকাশিত :  ০৪:৩৩, ০৩ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট: ০৪:৪৩, ০৩ নভেম্বর ২০২৪

সেনা ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৫

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (২ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাকৃতরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল। তাদের ভাসানটেক এবং কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর হাতে এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আটজনে। এর আগে ১ নভেম্বর ভাষানটেক এলাকায় সেনাবাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- রিফাত, হৃদয় ও ইয়াসিন।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

কাফরুল ও ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতিকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর করে এবং পরে আগুন দেয়।


img

বরিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ২ যুবকের মৃত্যু

প্রকাশিত :  ০৫:৩৩, ০৮ ডিসেম্বর ২০২৪

ছোট ট্রলি (ট্রাকের) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বরিশালের মুলাদীতে দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় মুলাদী উপজেলার কাজিরচর চর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের কামাল এবং আঃ রাজ্জাকের পুত্র  হুমায়ুন কবির বলে প্রাথমিক পরিচয় জানা গেছে।

পুলিশ জানায়, বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি মোটরসাইকেল এবং ছোট ট্রলি (ট্রাকের) মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত এবং অপরজন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। 

নিহতরা হিজলা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন।