img

ইসরাইলের অভ্যন্তরে ১৪০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা

প্রকাশিত :  ০৪:৫১, ০৩ নভেম্বর ২০২৪

ইসরাইলের অভ্যন্তরে ১৪০টিরও বেশি রকেট ও ড্রোন হামলা

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩০টিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে। বারবার সাইরেন বাজায় বহু লোক আশ্রয়কেন্দ্রে ছুটে আসে।

শুধু তাই নয়, কেবল একদিনে ইসরাইলে ড্রোন হামলা হয়েছে ১০টি। যার মধ্যে ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক থেকে এবং একটি উত্স চিহ্নিত করা যায়নি। সামরিক বাহিনী সাতটি ড্রোন আটক করেছে।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়েছে, শনিবার ভোরে মধ্য ইসরাইলে একটি বাড়িতে রকেট হামলা হয়। কোনো সংস্থা এটি আটকাতে পারেনি। এই হামলায় ১১ জন আহত হয়৷ আইডিএফ বলেছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

এছাড়া হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরাইলি বিমান বাহিনীর হেলিকপ্টার। সামাজিকমাধ্যমে পোস্ট করা ফুটেজে ড্রোনটিকে গুলি করার মুহূর্ত দেখানো হয়েছে।

বছরের শুরু থেকে ইসরাইলের অভ্যন্তরে আক্রমণকারী ড্রোনগুলো সবচেয়ে শক্তিশালী হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নতুন তথ্য অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে প্রায় ১ হাজার ৩০০ বার ড্রোন হামলা হয়েছে। যা, লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসেছে।

আইডিএফ বলেছে, এসব হামলা থেকে ২৩১ ড্রোন ইসরাইলে আঘাত হানে, কিছু ক্ষেত্রে হতাহত এবং উন্মুক্ত এলাকায় বিস্ফোরিত হলেও ক্ষতির কারণ হয়।


img

বিধ্বস্ত হয়েছে আসাদকে বহনকারী বিমান!

প্রকাশিত :  ১৩:৩১, ০৮ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটেছে। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। এদিন ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান তিনি।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সিরিয়ার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এই খবরের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে, তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে।

সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে, বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন।

এর আগে, রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়’আত তাহরির আল-শাম বা এইচটিএস দামেস্ক দখল করে নিলে এ ঘটনা ঘটে।